আরও তিন মামলায় মামুনুল হকের জামিন
ফাইল ছবি
রাজধানীর পল্টনে দুই ও মতিঝিল থানার নাশকতার এক মামলায় বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মুহাম্মদ মামুনুল হকের জামিন মঞ্জুর করেছেন আদালত। তবে তার বিরুদ্ধে ঢাকায় ও চট্টগ্রামে আরও দুইটি মামলা থাকায় তিনি কারামুক্ত হতে পারছেন না জানিয়েছেন তার আইনজীবী।
বুধবার (২৪ এপ্রিল) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালতে তার আইনজীবী জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক ১০ হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।
এ তিন মামলার মধ্যে ২০২১ সালের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান উপলক্ষে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমনের প্রতিবাদসহ বিভিন্ন দাবিতে হেফাজতে ইসলামের কর্মসূচিতে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় পল্টন থানায় দুইটি মামলা দায়ের করে পুলিশ।
এছাড়া মতিঝিল থানার অন্য মামলাটি দায়ের করা হয় ২০১৩ সালের ১৪ মে। শাপলা চত্বরে হেফাজতে ইসলামের ১৩ দফা দাবি পূরণে ডাকা আলোচিত সেই মহাসমাবেশে পুলিশের সঙ্গে সংঘর্ষ ও নাশকতার অভিযোগে এ মামলাটি করে পুলিশ। এ মামলায় মাওলানা মামুনুল হকসহ হেফাজতে ইসলামের ২৩৭ জন নেতাকর্মীকে আসামি করা হয়।
আরও পড়ুন
মামুনুল হকের পক্ষে আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ ও কামরুজ্জামান সুমন জামিন আবেদন করেন।
আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন বলেন, মাওলানা মামুনুল হকের তিন মামলায় আদালত জামিন মঞ্জুর করেছেন। ঢাকার মিরপুরের একটি হত্যা মামলা ঢাকা মহানগর আদালতে বিচারাধীন ও চট্টগ্রামের একটি মামলা রয়েছে। দুই মামলায় আমরা জামিন আবেদন করবো। আশা করি তিনি অল্প সময়ের মধ্যে কারামুক্ত হবেন।
২০২১ সালের ৩ এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রয়েল রিসোর্টে এক নারীর সঙ্গে অবস্থান করছিলেন মামুনুল হক। ওই সময় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা এসে তাকে ঘেরাও করেন। পরে স্থানীয় হেফাজতের নেতাকর্মী ও সমর্থকরা এসে রিসোর্টে ব্যাপক ভাঙচুর করেন এবং তাকে ছিনিয়ে নিয়ে যান। ঘটনার পর থেকেই মামুনুল হক মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদরাসায় অবস্থান করে আসছিলেন। এ সময় পুলিশ তাকে নজরদারির মধ্যে রাখে।
এরপর ২০২১ সালের ১৮ এপ্রিল মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদরাসা থেকে গ্রেফতার করা হয় মামুনুলকে। পরে এ ঘটনায় ৩০ এপ্রিল সোনারগাঁ থানায় মামুনুল হকের বিরুদ্ধে বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলা করেন ওই নারী। তবে ওই নারীকে তার দ্বিতীয় স্ত্রী দাবি করে আসছেন মামুনুল হক।
জেএ/এমএএইচ/এমএস