মিয়ানমারের মোহিঙ্গা বানাবেন যেভাবে

মোহিঙ্গা হলো নুডলস স্যুপ। এটি মিয়ানমারের জাতীয় খাবার। সকালের নাস্তা থেকে শুধু করে যে কোনো অনুষ্ঠানে খুব আরাম করে এ খাবার তারা খেয়ে থাকেন। মোহিঙ্গা প্রথমবার খেলেই অনেকদিন জিভে স্বাদ লেগে থাকবে। বৃষ্টির দিনে চাইনিজ কিংবা বিরিয়ানি ছেড়ে বর্ষা উদযাপন করতে পারেন মোহিঙ্গা দিয়ে। বাসায় সহজেই ভিন্নধর্মী পদটি ঝটপট বানিয়ে চমকে দিতে পারেন।
আসুন জেনে নেওয়া যাক মোহিঙ্গা কীভাবে তৈরি করবেন-
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
উপকরণ
১. নুডলস ১ কাপ
২. হাড় ছাড়া মুরগির মাংস ১ কাপ
৩. চিকেন স্টক ১ কাপ
৪. নারকেল দুধ ১ কাপ
৫. ডিম ১টি
৬. রসুন কুচি ১ চা চামচ
৭. আদা বাটা ১ চামচ
৮. জিরা বাটা ১ চামচ
৯. ধনিয়া গুঁড়ো ১ চামচ
১০. ভাজা চিংড়ি মাছ ৪-৫টি
১১. পেঁয়াজ কুচি ১ টেবিল চামচ
১২. কাঁচামরিচ কুচি ১ চা চামচ
১৩. টালা শুকনা মরিচ গুঁড়া সামান্য
১৪. পেঁয়াজ বেরেস্তা ১ টেবিল চামচ
১৫. লেমন গ্রাস ২টি
১৬. লবণ স্বাদমতো
১৭. লেবুর রস পরিবেশনের জন্য
১৮. বেসন পরিমাণমতো।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রস্তুত প্রণালি
প্রথমে নডুলস সেদ্ধ করে নিন। কড়াইতে তেল গরম করে পেঁয়াজ কুচি, আদা, রসুন, জিরা, ধনিয়া ও হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে কষিয়ে নিন। মসলা কষানো হয়ে গেলে আধা কাপ মাংস এবং লবণ যোগ করে ভালোভাবে মিশিয়ে নিন। এরপর নারকেলের দুধ, লেমন গ্রাস, চিকেন স্টক জ্বাল দিয়ে স্যুপ তৈরি করে নিন।
আরেকটি পাত্রে তেল গরম করে আধা কাপ ছোট ছোট টুকরা করা মাংসের সঙ্গে বেসন ও প্রয়োজনমতো লবণ দিয়ে মেখে ভেজে বড়া তৈরি করে নিন। এরপর একটি বড় পাত্রে নুডলস ও অন্য সব উপকরণ নিয়ে তার ওপর স্যুপ ঢেলে ভাজা চিংড়ি, টালা শুকনো মরিচ গুঁড়া, পেঁয়াজ বেরেস্তা, লেবুর রস, সেদ্ধ ডিম দিয়ে সাজিয়ে গরম গরম পরিবেশন করুন।
বিজ্ঞাপন
এসএকেওয়াই/এসইউ/এএসএম
আরও পড়ুন
বিজ্ঞাপন