ভিডিও EN
  1. Home/
  2. লাইফস্টাইল

কোরিয়ান নয়, সাউথ ইন্ডিয়ানদের মতো ত্বকের যত্ন নিন

লাইফস্টাইল ডেস্ক | প্রকাশিত: ০৫:১৬ পিএম, ০৩ নভেম্বর ২০২৫

ত্বকের সৌন্দর্য ধরে রাখতে অনেকেই নানা ধরনের পণ্য ব্যবহার করেন। সম্প্রতি কোরিয়ান স্কিন কেয়ার পণ্য বেশ জনপ্রিয়। কিন্তু যত বেশি কৃত্রিম পণ্য ব্যবহার করবেন, তত বেশি রাসায়নিক ত্বকের সংস্পর্শে আসে, যা ত্বকের ক্ষতি করতে পারে।

তাই সাউথ ইন্ডিয়ানরা রূপচর্চায় প্রাকৃতিক উপাদান ব্যবহার করেন, যা সহজলভ্য এবং হাতের কাছেই পাওয়া যায়।

আসুন জেনে নেওয়া যাক ত্বক চর্চায় সাউথ ইন্ডিয়ানরা কোন কোন উপাদান ব্যবহার করেন-

কোরিয়ান নয়, সাউথ ইন্ডিয়ানদের মতো ত্বকের যত্ন নিন

১. হলুদ ও টকদইয়ের মাস্ক
ত্বক যদি ক্লান্ত বা নিস্তেজ মনে হয়, এক চিমটে হলুদ এবং এক চামচ ঘন টকদই মিশিয়ে মুখে লাগিয়ে ১০ মিনিট পর ধুয়ে ফেলুন। এতে কোনো কেমিক্যাল ছাড়াই ত্বক হয়ে উঠবে নরম, উজ্জ্বল ও প্রাণবন্ত।

হলুদ প্রদাহ কমায়, টকদই ত্বকে প্রাকৃতিক উজ্জ্বলতা ও আর্দ্রতা বজায় রাখে। এই ফেসপ্যাক ব্যবহার করলে ত্বকের সমস্যাগুলোও সহজে দুর হবে।

কোরিয়ান নয়, সাউথ ইন্ডিয়ানদের মতো ত্বকের যত্ন নিন

২. এক্সফোলিয়েশনের জন্য তেঁতুল
সাউথ ইন্ডিয়ানরা রূপচর্চায় তেঁতুল ব্যবহার করেন থাকে। তেঁতুলে থাকা প্রাকৃতিক অ্যাসিড, যা ত্বক এক্সফোলিয়েট করতে এবং ট্যান দূর করতে সাহায্য করে। তেঁতুলের মাস্ক বানাতে চাইলে প্রথমে তেঁতুল গরম পানিতে ভিজিয়ে ছেঁকে নিতে হবে। এরপর এতে আধা চা চামচ মধু ও ১ চা চামচ বেসনের সঙ্গে মিশিয়ে মুখে ১০ মিনিট লাগিয়ে রেখে,পরিষ্কার পানিতে ধুয়ে ফেলতে হবে। তবে সংবেদনশীল ত্বকের জন্য এটি জ্বালা সৃষ্টি করতে পারে, তাই মুখে লাগানোর আগে ছোট একটি স্থানে প্যাচ পরীক্ষা করা উচিত।

কোরিয়ান নয়, সাউথ ইন্ডিয়ানদের মতো ত্বকের যত্ন নিন

৩. বেসন ও গোলাপজল ফেসওয়াশ
একদিনের জন্য ফোমিং ফেসওয়াশ ব্যবহার না করে এই ঘরোয়া উপায়টি চেষ্টা করতে পারেন। ১ চা চামচ বেসনের সঙ্গে কয়েক ফোঁটা গোলাপজল মিশিয়ে মুখ পরিষ্কার করুন। এটি ময়লা ও অতিরিক্ত তেল দূর করে, ত্বককে নরম ও সতেজ রাখে। সব ধরনের ত্বকেই এটা ব্যবহার করা যাবে।

কোরিয়ান নয়, সাউথ ইন্ডিয়ানদের মতো ত্বকের যত্ন নিন

৪. অ্যালোভেরা ও নারিকেল তেলের মাস্ক
সাউথ ইন্ডিয়ানদের মতো রোদে পুড়ে যাওয়া ত্বকের জন্য অ্যালোভেরা ও নারিকেল তেলের মাস্ক ব্যবহার করতে পারেন। এটি রোদে পোড়া দাগ দূর করতে অসাধারণ কাজ করে। ১ চামচ তাজা অ্যালোভেরা জেলের সঙ্গে কয়েক ফোঁটা নারিকেল তেল মিশিয়ে মুখে লাগিয়ে ১৫ মিনিট পর হালকা গরম পানিতে দিয়ে ধুয়ে ফেলুন। এতে ত্বক হবে টানটানও উজ্জ্বল ।

কোরিয়ান নয়, সাউথ ইন্ডিয়ানদের মতো ত্বকের যত্ন নিন

৫. নিমপাতার পেস্ট
ব্রণ দূর করতে নিমপাতার পেস্ট খুব কার্যকর। হঠাৎ ব্রণ দেখা দিলে কয়েকটি তাজা নিমপাতা পানি দিয়ে বেটে পেস্ট তৈরি করুন এবং ব্রণের উপর লাগিয়ে নিন। এটি ত্বককে ঠান্ডা রাখবে লালচে ভাব কমাবে এবং প্রাকৃতিকভাবে ব্রণ দূর করতে সাহায্য করবে।

কোরিয়ান নয়, সাউথ ইন্ডিয়ানদের মতো ত্বকের যত্ন নিন

৬. দাগের জন্য জবাফুল
সাউথ ইন্ডিয়ানরা ত্বকের মাস্কে জবার পাতা ও ফুল ব্যাপকভাবে ব্যবহৃত হয়। ফেসপ্যাক হিসেবে এটি ত্বককে মসৃণভাবে এক্সফোলিয়েট করে এবং উজ্জ্বল করে। জবার পাতা ও ফুল বেটে পেস্ট তৈরি করুন, মুখে লাগিয়ে ১০-১৫ মিনিট রাখুন এবং হালকা গরম পানিতে ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহারে ত্বকের দাগ কমতে শুরু করবে।

কোরিয়ান নয়, সাউথ ইন্ডিয়ানদের মতো ত্বকের যত্ন নিন

৭. চাল ধোয়া পানির টোনার
সাউথ ইন্ডিয়ানরা চাল ধোয়ার পানি বহুদিন ধরে রূপচর্চায় ব্যবহার করে আসছে। এটি তাদের সৌন্দর্যের একটি প্রাচীন রহস্য। আপনি চাইলে এটিও ব্যবহার করতে পারেন। চাল ধোয়া পানি একটি স্প্রে বোতলে সংরক্ষণ করে টোনার হিসেবে ব্যবহার করুন। এতে থাকা অ্যামিনো অ্যাসিড, খনিজ পদার্থ ও ভিটামিন ত্বককে আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে, নিস্তেজ ত্বককে উজ্জ্বল করে এবং মুখে সতেজ অনুভূতি নিয়ে আসে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া ও অন্যান্য

আরও পড়ুন
উটের দুধের সাবান কি ত্বকের জন্য উপকারী
রূপচর্চায় শাপলার ব্যবহার

এসএকেওয়াই/এএসএম

আরও পড়ুন