ভিডিও EN
  1. Home/
  2. লাইফস্টাইল

ফেলে দেওয়া ডিমের খোসায় ঘরের সমস্যার সহজ সমাধান

লাইফস্টাইল ডেস্ক | প্রকাশিত: ০৪:৫৮ পিএম, ১১ ডিসেম্বর ২০২৫

রান্নাঘরে এমন অনেক কিছুই থাকে, যা ব্যবহার করার পর আমরা সাধারণত ফেলে দিই। কিন্তু এই বাদ দেওয়া অংশগুলো অনেক কাজে লাগানো যায়। যেমন, ডিমের খোসা।

মানুষের প্রতিদিন আমিষ চাহিদা পূরণের জন্য ডিমের খেয়ে থাকে। ফলে আমরা প্রতিদিন যে পরিমাণ ডিমের খোসা ফেলে দিচ্ছি, তা সত্যিই অগণিত। কিন্তু জানেন কি, এই ফেলে দেওয়া ডিমের খোসা ঘরের নানা কাজে ব্যবহার করা যায়।

আসুন জেনে নেওয়া যাক ডিমের খোসা কী কাজে লাগে-

১. ডিমের খোসায় প্রায় ৯৫ শতাংশ ক্যালসিয়াম কার্বনেট থাকে। এছাড়া এতে ক্যালসিয়াম ও অন্যান্য খনিজ পদার্থও রয়েছে, যা মাটির উর্বরতা বাড়াতে সাহায্য করে। বাগানের চারপাশে বা গাছের গোড়ায় ডিমের খোসা গুঁড়া করে ছড়িয়ে দিলে গাছের ধারে কাছে পোকামাকড়ও কম আসে। ফলে এটি একদিকে মাটিকে উর্বর রাখে, অন্যদিকে গাছকে পোকামাকড় থেকে রক্ষা করে।

২. বাসনের পোড়া দাগ দূর করতে ডিমের খোসা দারুণ কাজে আসে। বিশেষ করে কড়াই বা প্যানের পোড়া দাগ তুলতে ডিমের খোসা ব্যবহার করলে তা সহজে মুছে যায় এবং বাসন পরিষ্কার হয়।

৩. পোকামাকড়ের হাত থেকে বাঁচতে ডিমের খোসা ব্যবহার করতে পারেন। ডিমের খোসা ভালোভাবে গুঁড়া করে ঘরের কোণে রেখে দিন। দেখবেন মুহূর্তেই পোকামাকড়, তেলাপোকা, টিকটিকি দূর হয়ে যাবে। এটি একটি সহজ ও ঘরোয়া উপায় ঘরকে পোকামাকড় মুক্ত রাখার জন্য।

ফেলে দেওয়া ডিমের খোসায় ঘরের সমস্যার সহজ সমাধান

৪. পাখি বা মুরগির খাবারে ক্যালসিয়াম ও খনিজ যোগ করতে ডিমের খোসা ব্যবহার করা যেতে পারে। খোসা ভালোভাবে গুঁড়া করে খাদ্যে মিশিয়ে দিলে পাখি ও মুরগির হাড় ও ডিমের গুণগত মান বৃদ্ধি পায়।

৫. মেঝে পরিষ্কার করার ঘরোয়া উপায়ে ডিমের খোসা ব্যবহার করা যেতে পারে। মেঝের ওপর ডিমের খোসার গুঁড়া ছড়িয়ে দিন এবং শুকনো কাপড় দিয়ে মুছে নিন। দেখবেন, পাথরের মেঝে একেবারে ঝকঝকে ও পরিষ্কার হয়ে উঠেছে।

৬. একটি পাত্রে অ্যাপেল সিডার ভিনিগার নিন এবং তাতে ডিমের খোসার গুঁড়া মিশিয়ে দিন। এবার এই মিশ্রণটি যেকোনো ব্যথার জায়গায় লাগান। প্রাকৃতিক এই উপায়ে ব্যথা দ্রুত কমতে শুরু করবে।

৭. ত্বকে ময়লা জমে লোমকূপ বন্ধ হয়ে গেলে ব্যবহার করতে পারেন ডিমের খোসার ফেসপ্যাক। এর জন্য লেবুর রস ও মধুর সঙ্গে ডিমের খোসার পাউডার মিশিয়ে নিন। মিশ্রণটি ত্বকে ঘষে ঘষে লাগান। কিছুক্ষণ পর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। দেখবেন ত্বক পরিষ্কার, উজ্জ্বল ও সতেজ হয়ে উঠেছে।

সূত্র: দ্য স্প্রুস, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

আরও পড়ুন:
বাসন পরিষ্কার করতে লেবুর সঙ্গে কী যোগ করবেন
সেদ্ধ ডিমের খোসা ছাড়ানোর ট্রিক

এসএকেওয়াই/এএসএম

আরও পড়ুন