ভিডিও ENG
  1. Home/
  2. লাইফস্টাইল

স্টাইল ও ব্যক্তিত্বের প্রতীক, রোলেক্সের গোলাপি ঘড়ি

লাইফস্টাইল ডেস্ক | প্রকাশিত: ০৫:৩১ পিএম, ০২ জানুয়ারি ২০২৬

ভারতীয় র‍্যাপশিল্পী বাদশা এই মুহূর্তে তার নতুন গানের চেয়ে তার হাতের ঘড়ি নিয়ে বেশি চর্চায় রয়েছেন। সোশ্যাল মিডিয়ায় গোলাপি রঙের বার্বি রোলেক্স ঘড়ি পরে ছবি পোস্ট করে তিনি রীতিমতো সাড়া ফেলেছেন। যদিও অনেকেই ভাবছেন বিষয়টি শুধু দাম সংক্রান্ত, তবে ঘড়ির গল্প আরও বেশি ব্যতিক্রমী।

বাদশার হাতের এই ঘড়ি আসলে একেবারে বিশেষ সংস্করণ। সারা বিশ্বে মাত্র কয়েকটি করে বানানো এই রোলেক্সের এই সংস্করণ এখন প্রথমবার কোনো ভারতীয় ক্রেতার হাতে এসেছে। বাদশা বরাবরই ঘড়ি সংগ্রহে আগ্রহী, আর এই ঘড়ি তার সংগ্রহকে আরও ব্যতিক্রমী করে তুলেছে।

ইন্ডিয়ান আইডলের মঞ্চে তোলা একটি ইনস্টাগ্রাম পোস্টে বাদশার ঘড়িটি নজর কেড়েছে দর্শকদের।

রোলেক্স ডেটোনা বার্বি মডেলের এই ঘড়িটি ১৮ ক্যারেট গোলাপি সোনার উপরে বসানো নীলকান্তমণি এবং গোলাপি হীরার ডায়াল এটি একেবারে অনন্য করে তুলেছে। ঘড়িটির দাম ৯ লাখ ডলার বা যা বাংলাদেশী টাকায় প্রায় ১০ কোটি ৯৬ লাখ টাকা।

তবে টাকা থাকলেই ঘড়িটি কেনা সম্ভব নয়। এটি সীমিত সংস্করণ এবং ‘অফ-ক্যাটালগ’ সংগ্রহের একটি, যা কেবল নামকরা ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিদের হাতে পৌঁছাবে।

স্টাইল ও ব্যক্তিত্বের প্রতীক, রোলেক্সের গোলাপি ঘড়ি

বাদশার এই ঘড়ি কেবলমাত্র ভারতেই নয়, আন্তর্জাতিক স্তরে খ্যাতিসম্পন্ন তারকাদের মধ্যে জনপ্রিয়। লিওনেল মেসি, ড্রেক, মার্ক ওয়ালবার্গসহ আরও অনেকে এই ঘড়ি সংগ্রহে রেখেছেন।

২০২৪ সালের জুলাইয়ে, মার্গো রবি ও রায়ান গসলিং অভিনীত ‘বার্বি’ সিনেমার সাফল্য উদ্‌যাপন করতে সুইস লাক্সারি ব্র্যান্ড রোলেক্স এই বিশেষ সংস্করণ বাজারে এনেছিল। বিগ মো ওয়াচেসের তথ্য অনুযায়ী, এই মডেলের ঘড়ি মাত্র ১৭টি বানানো হয়েছে, যা শুধু নামকরা এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিদের হাতে দেখা গেছে।

গোলাপি রঙের ঘড়ি শুধু স্টাইল নয়, এটি নিজস্ব ব্যক্তিত্বের প্রতীক হিসেবেও ধরা হচ্ছে। বাদশার হাতে এটি মানানসই এবং প্রশংসা কুড়াচ্ছে। শুধু দাম নয়, স্টাইল, সীমিত সংস্করণ এবং অনন্য নকশা ঘড়িটিকে আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে

সূত্র: হিন্দুস্তান টাইমস ও অন্যান্য

আরও পড়ুন:
শীত ফ্যাশনের অন্যতম অনুষঙ্গ স্কার্ফ
সমুদ্র-নীল জামদানিতে চোখ জুড়ালেন রুনা খান

এসএকেওয়াই/এএসএম

আরও পড়ুন