ভিডিও ENG
  1. Home/
  2. লাইফস্টাইল

শিশুর খেলনা হিসেবে লেগো এত জনপ্রিয় কেন

লাইফস্টাইল ডেস্ক | প্রকাশিত: ১২:১৯ পিএম, ২৮ জানুয়ারি ২০২৬

রঙিন ছোট ছোট ব্লক – লেগো। কিন্তু এটা শুধুই খেলনা না। বিশ্বজুড়ে শিশুদের খেলনার তালিকায় লেগো বছরের পর বছর শীর্ষে থাকার কারণ কেবল শিশুর বিনোদন নয়, বরং তার মস্তিষ্ক ও মানসিক বিকাশে এর শক্ত ভূমিকা।

লেগো হলো রঙিন ছোট ছোট প্লাস্টিকের ব্লকের মতো খেলনা, যেগুলো জোড়া লাগিয়ে শিশু নিজের কল্পনা অনুযায়ী ঘর, গাড়ি বা গল্প তৈরি করতে পারে। খেলাটা অনেকটা পাজলের মতো, কিন্তু নিজের কল্পনা শক্তি কাজে লাগানোর সুযোগ আরও অনেক বেশি। তাই খেলার মধ্যেই এতে শেখা, চিন্তা ও সৃজনশীলতার বিকাশ ঘটে।

আজ আন্তর্জাতিক লোগো দিবসে চলুন জেনে নেই আপনার শিশুকে লেগো কিনে দিলে তার মানসিক বিকাশে এই খেলনা কী কী প্রভাব ফেলবে -

১. কল্পনা আর সৃজনশীলতার চর্চা

লেগো খেলায় কোনো নির্দিষ্ট ‘ঠিক উত্তর’ নেই। একটি শিশু নিজের ইচ্ছেমতো ঘর, গাড়ি, রোবট বা কল্পনার জগৎ বানাতে পারে। এতে শিশুর কল্পনাশক্তি ও সৃজনশীল চিন্তা বাড়ে। গবেষণা বলছে, এই ধরনের খেলনা শিশুর মস্তিষ্ককে বেশি সক্রিয় করে।

২. সমস্যা সমাধানের ক্ষমতা বাড়ায়

লেগো জোড়া লাগাতে গিয়ে শিশু বারবার ভুল করে, ভাঙে, আবার নতুনভাবে গড়ে। এই প্রক্রিয়ায় শিশু শেখে - কীভাবে সমস্যা চিনে নিতে হয় এবং ধাপে ধাপে সমাধান করতে হয়। এটি ভবিষ্যতের গণিত, বিজ্ঞান ও যুক্তিভিত্তিক চিন্তার ভিত্তি তৈরি করে।

শিশুর খেলনা হিসেবে লেগো এত জনপ্রিয় কেন

৩. হাত-চোখের সমন্বয় ও মোটর স্কিল

ছোট ব্লক ধরতে গিয়ে শিশুর আঙুলের সূক্ষ্ম নড়াচড়া দরকার হয়। এতে ফাইন মোটর স্কিল, হাত-চোখের সমন্বয় এবং পেশির নিয়ন্ত্রণ উন্নত হয়, যা লেখালেখি ও দৈনন্দিন কাজে খুব গুরুত্বপূর্ণ।

৪. মনোযোগ ও ধৈর্য শেখায়

একটি লেগো কাঠামো বানাতে সময় লাগে। শিশুকে বসে থাকতে হয়, মনোযোগ ধরে রাখতে হয়। এতে শিশুর অ্যাটেনশন স্প্যান ও ধৈর্য ধীরে ধীরে বাড়ে। অনেক বিশেষজ্ঞ মনে করেন, স্ক্রিনের বদলে লেগোর মতো খেলনা শিশুর মনোযোগ ধরে রাখতে বেশি কার্যকর।

৫. সামাজিক ও আবেগীয় বিকাশ

বন্ধু বা পরিবারের সঙ্গে লেগো খেললে শিশু সহযোগিতা, পালা করে খেলা, মতামত ভাগ করা শেখে। কেউ তা ভেঙে দিলে, বা নিজের কাছেই ভেঙে গেলে হতাশা সামলানো ও আবার নতুন করে শুরু করার মধ্য দিয়ে আবেগ নিয়ন্ত্রণের চর্চাও হয়।

শিশুর খেলনা হিসেবে লেগো এত জনপ্রিয় কেন

৬.বয়সভেদে শেখার সুযোগ

লেগোর সবচেয়ে বড় সুবিধা হলো, একই খেলনা শিশুর বয়সের সঙ্গে সঙ্গে নতুনভাবে ব্যবহার করা যায়। ছোটরা শুধু জোড়া লাগাতে শেখে, বড়রা পরিকল্পনা, ডিজাইন ও গল্প তৈরি করে।

লেগো শুধু খেলনা নয়, খেলার মধ্য দিয়ে শেখা। কারণ এটি কোনো চাপ ছাড়াই শিশুর মস্তিষ্ক, মনোযোগ ও আত্মবিশ্বাস গড়ে তোলে।

সূত্র: হার্ভার্ড ইউনিভার্সিটি সেন্টার অন দ্য ডেভেলপিং চাইল্ড, আমেরিকান একাডেমি অব পেডিয়াট্রিকস, লেগো ফাউন্ডেশন

এএমপি/এমএস

আরও পড়ুন