ভিডিও EN
  1. Home/
  2. লাইফস্টাইল

প্রাকৃতিক ও ঘরোয়া উপায়ে কাজল তৈরি করবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্ক | প্রকাশিত: ০৬:৪৪ পিএম, ২৪ এপ্রিল ২০২৫

সানজানা রহমান যুথী

নারীরা প্রায় সবাই কমবেশি কাজল ব্যবহার করেন, যেগুলো সবই দোকান থেকে কেনা। কিন্তু সেগুলো আমাদের দৃষ্টিশক্তি, স্কিন ও সর্বোপরি স্বাস্থ্যের জন্য কেমন? এসব কাজল অধিকাংশ ক্ষেত্রেই টক্সিন বা ক্ষতিকর রাসায়নিক উপাদান দিয়ে তৈরি এবং প্লাস্টিকের মধ্যে প্যাকেট করা থাকে।

এগুলো এমন রাসায়নিক উপাদান যা আমাদের শরীরের কোষ, অঙ্গ বা সিস্টেমের ক্ষতি করতে পারে। তাই আপনি চাইলে ঘরোয়া উপায়ে, প্রকৃতিক উপাদান দিয়ে কাজল তৈরি করতে পারেন। এটি আপনার ত্বকের জন্য ভালো, একই সঙ্গে পরিবেশ দূষণ রোধে সহায়ক। তাহলে চলুন জেনে নেয়া যাক কিভাবে ঘরোয়া উপায় কাজল তৈরি করবেন-

১. মৌমাছির মম ও নারিকেল তেল দিয়ে তৈরি কাজল

প্রাকৃতিক উপায়ে এই কাজল তৈরি করতে প্রথমেই দরকার পাতিত বা বিশুদ্ধ পানি। তাই আগে জেনে নিন কিভাবে পাতিত পানি প্রস্তুত করব।

প্রথমেই একটি বড় হাঁড়িতে আধা পরিমাণ সাধারণ পানি ঢালুন । হাঁড়ির মধ্যে একটি হিট-প্রুফ বাটি রাখুন। এটা এমনভাবে রাখতে হবে যাতে তা পানিতে ডুবে না যায় বা হাঁড়ির তলায় লেগে না থাকে। এরপর হাঁড়ির ঢাকনাটি উল্টো করে দিন (যাতে হ্যান্ডেলটা নিচের দিকে, অর্থাৎ বাটির উপরে থাকে)। এতে বাষ্প ঢাকনায় জমে পানি হয়ে বাটিতে পড়ে যাবে। উল্টো করে দেওয়া ঢাকনার ওপরে বরফ দিন। এতে ঢাকনা ঠান্ডা থাকবে এবং বাষ্প সহজে পানি হয়ে যাবে। এরপর হাঁড়িটি চুলায় দিয়ে গরম করুন। বাষ্প উঠবে, তা ঠান্ডা ঢাকনায় জমে পানি হয়ে বাটিতে পড়বে। ৩০–৪৫ মিনিট পর চুলা বন্ধ করুন এবং সাবধানে বাটি তুলে নিন। এই বাটির পানিই পাতিত বা বিশুদ্ধ (ডিস্টিলড) পানি।

এবারে জেনে নিন মৌমাছির মম বা বিসওয়াক্স ও নারিকেল তেল দিয়ে কাজল তৈরির প্রক্রিয়া।

প্রাকৃতিক ও ঘরোয়া উপায়ে কাজল তৈরি করবেন যেভাবে

উপকরণ
মৌমাছির মোম ১/১৬ চা চামচ
নারকেল তেল (অথবা যেকোনো ত্বকবান্ধব তেল) ১/২ চা চামচ
বিশুদ্ধ পানি ১/৪ চা চামচ
অ্যাকটিভেটেড চারকোল ক্যাপসুল ২টি
অথবা যদি বাদামি রঙ চান, চিনি ছাড়া কোকো পাউডার ১/২ চা চামচ
ভিটামিন-ই তেল ২ ফোঁটা

পদ্ধতি
একটি সসপ্যানে মৌমাছির মোম ও তেল নিন। মাঝারি আঁচে গরম করে গলিয়ে নিন। এরপর চুলা থেকে নামিয়ে একটি ছোট কনটেইনারে ঢেলে নিন। তাতে অ্যাকটিভেটেড চারকোল (বা কোকো পাউডার) ও ভিটামিন-ই তেল মেশান। প্রয়োজনমতো একটু একটু করে পানি মিশিয়ে দিন যতক্ষণ না আপনি পছন্দসই ঘনত্ব পান।‌ এই আইলাইনারটি তরল থাকবে এবং আইলাইনার ব্রাশ দিয়ে ব্যবহার করতে পারবেন। এক মাসের মধ্যে ব্যবহার করে শেষ করুন যেন নষ্ট না হয়ে যায়।

২. স্পিরুলিনা কাজল

রঙিন রঙের কাজলের জন্য স্পিরুলিনা বেছে নিতে পারেন, যা শুকনো শৈবাল থেকে তৈরি এক ধরনের গুঁড়া এবং এটি গভীর সবুজ রঙ তৈরি করে।

প্রাকৃতিক ও ঘরোয়া উপায়ে কাজল তৈরি করবেন যেভাবে

উপকরণ
স্পিরুলিনা পাউডার ১/২ চা চামচ
বিশুদ্ধ পানি ১ চা চামচ
অ্যালোভেরা জেল অথবা আপনার পছন্দের যেকোন তেল

পদ্ধতি
একটি ছোট পাত্রে স্পিরুলিনা পাউডার নিন। এরপর পানি, অ্যালোভেরা জেল বা তেল এক ফোঁটা করে যোগ করুন। প্রতিবার ফোঁটা দেয়ার পর ভালোভাবে মেশান। প্রয়োজন হলে আরও ফোঁটা যোগ করে আপনার পছন্দসই ঘনত্ব তৈরি করে ফেলুন ।

৩. অ্যালোভেরা ও নারকেল তেলর তৈরি কাজল

উপকরণ
গলানো নারকেল তেল ২ চা চামচ
অ্যালোভেরা জেল ৪ চা চামচ
অ্যাকটিভেটেড চারকোল ক্যাপসুল ১২টি বা ১/২ চা চামচ কোকো পাউডার

প্রাকৃতিক ও ঘরোয়া উপায়ে কাজল তৈরি করবেন যেভাবে

পদ্ধতি
সব উপকরণ ভালোভাবে মিশিয়ে এয়ারটাইট পাত্রে সংরক্ষণ করুন।

৪. চারকোলের তৈরি কাজল

উপকরণ
অ্যাকটিভেটেড চারকোল ১/২ চা চামচ বা ২টি ক্যাপসুল)
বিশুদ্ধ পানি ১ চা চামচ

প্রাকৃতিক ও ঘরোয়া উপায়ে কাজল তৈরি করবেন যেভাবে

পদ্ধতি
একটি ছোট পাত্রে অ্যাকটিভেটেড চারকোল নিন। এরপর কয়েক ফোঁটা বিশুদ্ধ পানি যোগ করে ভালোভাবে মেশান যতক্ষণ না পেস্টের মতো হয়ে যায়।

এই উপায়গুলো অনুসরণ করে বাসায় বানানো কাজল আপনার সাজে যেমন আনতে নতুনত্ব, তেমনি ক্ষতিকর রাসায়নিক পদার্থের হাত থেকেও রক্ষা করবে।

সূত্র: Treehugger.com

এএমপি/জিকেএস

আরও পড়ুন