ভিডিও ENG
  1. Home/
  2. লাইফস্টাইল

ওড়না ওড়ে ওই

প্রকাশিত: ০৪:১১ এএম, ১৫ জানুয়ারি ২০১৫

ফ্যাশনে বৈচিত্র্য আনতে খুব বেশি কিছু করার দরকার নেই। আপনার হাওয়ায় ওড়ানো ওড়নাখানির কথাই ধরুন না। এর আকৃতি একটু ছোট-বড় করে অথবা একটু ভিন্ন ঢঙে বেঁধে বা ঝুলিয়ে নিয়ে সবার মধ্যে আলাদা করে ফুটিয়ে তুলতে পারেন নিজস্ব স্টাইল।

বড় দোপাট্টার স্থানটা এখন দখল করেছে তিনকোণা বা চারকোণা স্কার্ফ, চিকন আয়তাকার ও দৈর্ঘ্য-প্রস্থে ছোট ওড়নাগুলো। ফ্যাশনে ভিন্ন মাত্রা আনার পাশাপাশি এগুলো আরামদায়ক ও ব্যবহারে বড় ওড়নার তুলনায় সুবিধাজনকও বটে।

বাজারে দেশি-বিদেশি বিভিন্ন ধরনের স্কার্ফ ও ওড়না পাওয়া যাচ্ছে। সাধারণ সুতি কাপড় থেকে শুরু করে পাটের সুতি কাপড়, সিল্ক, হাফ সিল্ক, মসলিন, জর্জেট, তসর, খাদি বিভিন্ন কাপড়ের মধ্যে দোপাট্টা ও স্কার্ফ করা হচ্ছে। তিনকোণা, চারকোণা, ছোট ওড়না বিভিন্ন আকৃতি দিয়ে আনা হচ্ছে এর বৈচিত্র্য।

গোলাপি, আকাশি, লাল, নীল, হালকা হলুদ, ছাইবর্ণ, সাদা, কালো বিভিন্ন রঙের সঙ্গে বাটিক, ব্লক, বুটিক, নকশা, অ্যামব্রয়ডারি এসব করা হচ্ছে। বিমূর্ত জ্যামিতিক নকশা, ফুল, পাখি, লতাপাতা সবই অাঁকা হয়েছে জমিনে। আপনার পছন্দমতো বেছে নেয়ার সুযোগ তো সবসময়ই রয়েছে আপনার হাতে।