নখের যত্নে যা করবেন
নখ সুন্দর মানে হাত ও পা সুন্দর। আর সুন্দর হাত-পা কে না পেতে চায়! শুধু খুঁটে খাওয়ার জন্যই নয়, শরীরের সৌন্দর্য আর পরিচ্ছন্নভাব ফুটিয়ে তুলতে নখ খুব গুরুত্বপূর্ণ একটি অংশ। তাই নখের যত্নে মনোযোগী তো একটু হতেই হয়। পার্লারে না গিয়ে ঘরে বসেই যত্ন নিতে পারেন নখের-
১. অতিরিক্ত পানি, অতিরিক্ত গরম, ঠাণ্ডা, ক্ষার জাতীয় পদার্থ নখের জন্য ক্ষতিকর।
২. দিনে ২ বার সাবান পানিতে কবজি থেকে নখ পর্যন্ত হাত ও নখসহ পায়ের পাতা ধোয়া দরকার।
৩. হাত-পা ধোয়ার পর তেল, ক্রিম বা লোশন মেখে নেবেন।
৪. হাত পা সব-সময় শুকনো রাখার চেষ্টা করবেন।
৫. নখ প্রসাধনের জন্য যে নেল এনামেল ব্যবহার করা হয় তা খুব উপকারী। এসব সামগ্রী উজ্জ্বলতার পাশাপাশি নখ মোটা করে। তাই চট করে নখ ভেঙে যাওয়ার আশঙ্কা থাকে না।
এইচএন/আরআইপি