ভিডিও EN
  1. Home/
  2. লাইফস্টাইল

পছন্দের পোশাক পরার দিন

লাইফস্টাইল ডেস্ক | প্রকাশিত: ১২:৪৬ পিএম, ০১ জুন ২০২৩

পছন্দের পোশাক পরার আবার কোনো উপলক্ষ্য আছে নাকি, মন চাইলেই তা পরা যায়। তবে মার্কিন যুক্তরাষ্ট্রে বেশ ঘটা করে আজকের দিনে পছন্দের পোশাক পরা হয়। প্রতিবছর জুনের ১ তারিখে ‘ওয়্যার আ ড্রেস ডে’ পালিত হয়। এই দিবসে সব ধরনের, ডিজাইনের ও প্যাটার্নের পোশাক পরা হয়।

মার্কিন যুক্তরাষ্ট্রজুড়ে পালিত বিভিন্ন আকর্ষণীয় দিনগুলোর মধ্যে, একটি মজার দিন হলো এই পোশাক পরিধান দিবস। পুরুষের চেয়ে যেহেতু নারীরা পোশাক নিয়ে বেশি আগ্রহী, তাই দিবসটি নিয়ে তাদের মধ্যে উত্তেজনা বেশি থাকে। এ দিনের বিশেষত্ব হলো পছন্দের পোশাক পরে নিজের কনফিডেন্স বাড়ানো।

আরও পড়ুন: গরমে যেসব পোশাক পরলে আরাম পাওয়া যাবে 

জানা যায়, ২০১০ সাল থেকে এই দিবস পালন শুরু হয়। অনেক নারীরা এ দিবস পালনে পছন্দের ও প্রিয় পোশাক পরে নিজেদের ছবি তুলে #WearADressDay হ্যাশট্যাগসহ সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন।

তবে প্রশ্ন হলো নারীদের কাছে পোশাকের চাহিদা কেন এতো বেশি? যদিও এর দীর্ঘ ইতিহাস আছে। তবে জানা যায়, ১৬-১৯ শতক পর্যন্ত এমন ধরনের পোশাক নারীরা পরতেন যা অনেকটাই টাইটফিট। সেগুলো পরলে নারীরা ঠিকমতো শ্বাসও নিতে পারতেন না।

যদিও তাদের পোষাকগুলো অনেক আকর্ষণীয় ও জমকালো ছিল, তাদের দেখতেও সুন্দর লাগতো। তবে সেগুলো বেশ ভারি ছিলো ও মোটেও আরামদায়ক ছিলো না। ১৮৭৭ সালে, পোশাকগুলো আরও বড় ও অভিনব হয়ে ওঠে, যা নারীদের পক্ষে স্বাচ্ছন্দ্যে চলাফেরা করা কঠিন করে তোলে।

আরও পড়ুন: যে রঙের পোশাক পরলে গরমেও শরীর থাকে ঠান্ডা 

১৮৬০ সালের পর থেকে পোষাকের ফ্যাব্রিক সহজতর ও পরিধান করা সহজ হয়ে ওঠে। তবে ১৯০০ সালের দিকে ছোট পোশাক জনপ্রিয় হতে শুরু করে নারীদের মাঝে। ১৯২০ সালের দিকে পাতলা কাপড়ের নজরকাড়া সব পোশাক বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে।

বর্তমানে নারীরা কঠোর সামাজিক নিয়মের কথা চিন্তা না করেই নিজের পছন্দের পোশাকটি পরতে পারেন। তা হোক ছোট পোশাক কিংবা ঢিলেঢালা বা আঁটসাঁট পোশাক বা পূর্ণ-দৈর্ঘ্যের গাউন। চাইলে আপনিও আজ পছন্দের পোশক পরে এদিন উদযাপন করতে পারেন।

সূত্র: ন্যাশনালটুডে

জেএমএস/জিকেএস

আরও পড়ুন