ভিডিও ENG
  1. Home/
  2. লাইফস্টাইল

সাঁঝবেলায় বৈশাখের শাড়ি

প্রকাশিত: ০৬:০৬ এএম, ২৮ মার্চ ২০১৬

`সাঁঝবেলার শাড়ি, পৌঁছাবে আপনার বাড়ি`। এই স্লোগান নিয়ে যাত্রা শুরু হলো শুধুমাত্র অনলাইন শপিং শাড়ির প্রতিষ্ঠান সাঁঝবেলা। এখানে শুধুই বিভিন্নরকম আকর্ষণীয় ডিজাইনের টাঙ্গাইল শাড়ি পাওয়া যাবে। ঘরে বসেই অনলাইনে সাঁঝবেলার বিভিন্ন কালেকশন দেখে অর্ডার করা যাবে। আপনার ঠিকানায় পৌঁছে যাবে আপনার পছন্দের টাঙ্গাইল শাড়ি।

এখানে বিভিন্ন রকমের সুতি, ফুল সিল্ক, জামদানী, গ্যাস কটন, তসর কটন, ডেনু সিল্ক, পিওর সিল্ক, দোতারী জামদানী, সুতি জামদানীর সম্ভার রয়েছে। এ শাড়িগুলো সাশ্রয়ী মূল্যে পাওয়া যাবে।

এখন চলছে সাঁঝবেলার বৈশাখী শাড়ির কালেকশন। অত্যন্ত সুলভ মূল্যে বাহারি বৈশাখী শাড়ি মিলবে সাঁঝবেলা অনলাইন শপিংয়ে। ঢাকার মধ্যে অর্ডারের ৪৮ ঘণ্টা ও ঢাকার বাইরে ৭২ ঘণ্টার শাড়ি পৌঁছে যাবে আপনার হাতে। পছন্দের শাড়ি হাতে পাওয়ার পর মূল্য পরিশোধ করা যাবে।

সরাসরি টাঙ্গাইলের তাঁতীদের দিয়ে বানানো আকর্ষণীয় এই শাড়ি পেতে অর্ডার করুন ০১৭৫৯৪০৩৯৫৪ নম্বরে। Sajhbela ভিজিট করতে ক্লিক করুন- www.facebook.com/sajhbelabd

এইচএন/এমএস