ভিডিও EN
  1. Home/
  2. লাইফস্টাইল

কী করে বলবেন `ভালোবাসি`

প্রকাশিত: ০৪:৫১ এএম, ২৩ ডিসেম্বর ২০১৪

পৃথিবীতে একই সঙ্গে সবচেয়ে সহজ এবং সবচেয়ে কঠিন শব্দই সম্ভবত `ভালোবাসি`। কাউকে মনে প্রাণে ভালোবাসেন কিন্তু তার সামনে গেলেই কথা আটকে যায় মুখে। মনে এসে ভীড় করে রাজ্যের জড়তা। অনেকে আবার ভেবে পান না, ঠিক কী করে বললে ভালোবাসার মানুষটি তার ভালোবাসাকে গ্রহণ করবে। বলতে যখন হবেই তখন সবরকম জড়তা ঝেড়ে ফেলে বলে দিন ভালোবাসি-

১. একদিনে কোন কিছু হয় না। দেখে ভালো লাগলো আর তখনই বলে দিলেন, `ভালোবাসি`, এমনটা যেন না হয়। `ভালোবাসি` বলার আগে ভালো করে ভেবে দেখুন, আপনি সত্যিই তাকে ভালোবাসেন কি না।

২. যাকে ভালোবাসেন তার পছন্দের বিষয়গুলো জেনে নিন। সম্ভব হলে চেষ্টা করুন সেগুলো করার। তাহলে তার মন জয় করা সহজ হয়ে যাবে। তখন আপনি না বলতেই সে বুঝে যাবে, আপনি তাকে ভালোবাসেন।

৩. `ভালোবাসি` কথাটি বলার জন্য সম্ভব হলে সেই জায়গাটি বেছে নিন, যেখানে তার সঙ্গে প্রথম দেখা হয়েছিল।

৪. নিজের ভালোবাসার প্রতি আস্থা রাখুন। মনে রাখবেন, আপনি তাকে ভালোবাসেন সেটাই সত্যি এবং সত্যি কথাটা সরাসরি বলাই ভালো। ইনিয়ে বিনিয়ে বলতে গেলে তা আপনার ভালোবাসার মানুষটির কাছে বিরক্তির কারণ হতে পারে।

৫. কিছু বিষয় থাকে যা শুধুই দুজনের। `ভালোবাসি` কথাটি প্রথমবার বলার ব্যাপারটাও সেরকম। সেখানে তৃতীয় কোনো ব্যক্তির প্রবেশাধিকার নেই। তাই  `ভালোবাসি` বলাটা হোক শুধু দুজনের মধ্যে। তৃতীয় ব্যক্তিকে সেখানে সঙ্গে না রাখাই ভালো।

৬. ফুল ভালোবাসে না এমন মানুষ নেই। তাই ভালোবাসার মানুষটিকে ফুল দিয়েও করতে পারেন আপনার ভালোবাসার প্রকাশ।

৭. ইন্টারনেট আর ই-মেইলের এই যুগে ভালোবাসা প্রকাশের জন্য এখন আর কেউ চিঠির দ্বারস্থ হয় না। বিলুপ্তপ্রায় এই রীতিটিই হতে পারে আপনার ভালোবাসা প্রকাশের মাধ্যম। ভালোবাসায় ভরপুর একটা চিঠি লিখেই ফেলুন না! ভালোবাসার মানুষটি ঠিকই চমকে যাবে!