কফি ফেসিয়ালের যতকথা
সৌন্দর্য প্রেমীদের কাছে কফি ফেসিয়াল কোনও অপরিচিত নাম নয়। আর কফি ফেসিয়ালের সমস্ত উপকরণই বাড়িতে থাকে মজুত। ১৫ দিনে অত্যন্ত একবার ব্যবহার করাতে পারলেই বাড়তি জেল্লা আসবে আপনা চেহারায়।
কফি ফেসিয়ালে যা প্রয়োজন
এক টেবিল চামচ কফির গুঁড়ো, এক চা চামচ লবন, ব্রাউন সুগার ও মধু এক চা চামচ করে, ডিম।
কিভাবে তৈরি করে প্যাক লাগাবেন
প্রথমে একটা পাত্রে সমস্ত উপকরণ নিয়ে ভালো করে ফেটান। ডিম ফেটিয়ে দিন উপর থেকে। তারপর আরও একটু কফি দিন। যতক্ষণ না মিশ্রণটি ঘন হয়ে আসে ততক্ষণ ফেটাতে থাকুন।
এবার চুলে হেয়ার ব্যান্ড লাগিয়ে বা বেঁধে পুরো কফিপ্যাকটা মুখে-গলায় লাগান। দেখবেন চোখে বা মুখের ভিতর যেন ঢুকে না যায়, বেখেয়ালে। মিনিট দশেক রাখুন। ততক্ষণে প্যাকটি অনেকটাই শুকিয়ে যাবে। তারপর ঈষদুষ্ণ পানিতে মুখ ধুয়ে নিলেই ফেসিয়াল শেষ।
উপকারিতা
চোখের তলায় বা মুখে যদি ফোলা ফোলা ভাব থাকে, তাহলে কফি ফেসিয়াল নিয়মিত ব্যবধানে ব্যবহার করলে অনেক কমে যাবে এই সমস্যাগুলি। এছাড়াও শুষ্ক ত্বক থেকে ডেডস্কিন তুলে ত্বককে চকচকে রাখতেও কফি ফেসিয়াল ভীষণ উপকারি। কফি ফেসিয়ালে মুখের ত্বক টানটান থাকে, ফলে সহজে পড়ে না বলিরেখা। কফি পাউডারের সঙ্গে কোকো পাউডার মিশিয়েও বানাতে পারেন অন্যরকম ফেসপ্যাক।