ভিডিও EN
  1. Home/
  2. সাহিত্য

আজহার মাহমুদের ছয়টি কাপলেট

সাহিত্য ডেস্ক | প্রকাশিত: ১২:১৪ পিএম, ২৭ জুন ২০২৫

এক
রাতের ঘুম হারিয়ে গেছে তুমি হারানোর পর;
সেদিন থেকে অশ্রু ঝরে সারারাত ভর।

দুই
শেষ রাতের মুনাজাতে আমি অনেক কিছুই চাই,
সৃষ্টিকর্তার কাছে বারবার বলি তোমাকেও যেন পাই।

তিন
গভীর রাত ঘুম নেই আজ চোখে,
কিছু স্মৃতি মনে পড়ায় ব্যথা লাগছে বুকে।

চার
প্রিয়, আমার শহরে এসে ঘুরে যেও
কিছু হাসি, কিছু কান্না ভাগাভাগি করে নিও।

পাঁচ
কত বর্ষা এলো গেলো তোমার দেখা নাই,
কত বর্ষা পার করলে তোমার দেখা পাই?

ছয়
মুষলধারে বৃষ্টি পড়ছে, বইছে হিমেল হাওয়া;
এমন দিনেই হয়েছিল তোমায় কাছে পাওয়া।

এসইউ/এমএস

আরও পড়ুন