ভিডিও EN
  1. Home/
  2. সাহিত্য

সুমন কুমার দত্তের দুটি কবিতা

সাহিত্য ডেস্ক | প্রকাশিত: ০২:২২ পিএম, ০২ অক্টোবর ২০২৫

কাল যাপন

ভানু বাবুর জিলাপি এখন মাছির অভয়ারণ্য, চলে নাম মাত্র; রিক্ত হাঁক-ডাক।

ঘোষভান্ডারের কারিগর রঞ্জুু মিয়া, একযুগ খেটে ঠাঁসা সাইনবোর্ডে এখন নিজেই কর্তা
জিলাপির হাতও বেশ, সপ্তাহের অন্যদিন যেমন-তেমন, শুক্রবার কথা ছোঁয়ানো যায় না;
তার আড়ম্বর বেচাকেনা।

অধিকন্তু—
শুদ্ধ-অশুদ্ধের বেড়াজালে বিনষ্ট ভানুর পরম্পরা।

****

ছাপ্পান্নো হাজারে একবারই পুড়তে চাই

এই যে আমরা পুড়ে যাচ্ছি, নিশ্চিত হচ্ছি; আর পুড়তে হবে না।
শ্মশানে আমাদের দাগ অচিন্ত্য, গঙ্গাজলে অবগাহন, অঙ্গারও মিলবে না।

মাটি কেটে—অপকৃষ্ট বৃক ফেলবে কোথায়?
ছাপ্পান্নো হাজারের জঠরেই আমাদের বর্তমানতা।

এসইউ/এএসএম

আরও পড়ুন