ভিডিও EN
  1. Home/
  2. সাহিত্য

শামস শিবলীর কবিতা

বোহেমিয়ান ঘোড়া এবং বেলাশেষের ভাবনা

সাহিত্য ডেস্ক | প্রকাশিত: ০৪:০৮ পিএম, ১১ অক্টোবর ২০২৫

বোহেমিয়ান ঘোড়া

এক তেজী বোহেমিয়ান ঘোড়া ছুটছে,
পৃথিবীর পথে-প্রান্তরে, ধুলোর মেঘ উড়িয়ে,
গাঢ় অন্ধকার নেমে আসে, সন্ধ্যা গড়িয়ে;
তবুও সে থামে না। ছুটে চলে নিরন্তর।

ধরণীর মাঝে শান্তির বারতা ছড়িয়ে দিতে,
বিষাদের রাজ্যে ভালোবাসার ফুল ফোটাতে;
সে ছুটছে। শত হিংস্র চোখ পথে আছে চেয়ে!
তার গতি থামিয়ে দিতে, বিষাক্ত কাঁটা বিছিয়ে।

হয়তো তপ্ত দুপুরে ক্লান্ত অবসন্ন শরীরে,
কাঁঠাল ছায়ায় বসে একটু জিরিয়ে নেয়।
তারপর! তারপর! সে আবারও ছোটে।
কোনো বাধাই তার গতিকে রুখতে পারে না।

সে স্বপ্ন দেখে পৃথিবীর বুকে উদিত হবে,
এক নতুন সূর্য, রচিত হবে নতুন ইতিহাস,
সভ্যতার নিষ্ঠুরতায় জর্জরিত শিশু করবে উল্লাস;
সেই আশায় দুরন্ত ঘোড়া ছুটে চলে নিরবধি।

*****

বেলাশেষের ভাবনা

চলে যাবো একদিন চিরস্থায়ী নীড়ে,
শায়িত হবো নিস্তব্ধ মাটির ঘরে।
যেথায় পূর্বপুরুষ ঘুমিয়েছে চিরতরে,
জগত সংসারের মায়া সাঙ্গ করে।
নির্জন বনে ঝোঁপঝাড়ে নিঃশব্দে রবো
প্রিয় মানুষগুলোর অপেক্ষায়,
পৃথিবীর পানে চেয়ে চেয়ে দেখবো।
বাধাহীন চঞ্চল এই দেহখানি নিস্তেজ
হয়ে যাবে। পৃথিবীর পথে-প্রান্তরে;
রেখে যাবো শত পদচিহ্নের রেখা।
সেদিন ডুবে যাবো অন্তহীন প্রেমে,
থাকবো স্মৃতি হয়ে, বাঁধা হয়ে ফ্রেমে।

এসইউ/জেআইএম

আরও পড়ুন