ভিডিও ENG
  1. Home/
  2. সাহিত্য

আজিজুল হাকিম সামির কবিতা

বিপ্লবী বীর ওসমান হাদি

সাহিত্য ডেস্ক | প্রকাশিত: ০৮:৫৯ এএম, ১৯ জানুয়ারি ২০২৬

ক্ষণজন্মা এক বিপ্লবী বীর ছিলে ওসমান হাদি,
কাঁপিয়ে দিয়েছিলে তুমি আধিপত্যবাদের গদি।
অন্যায়ের বিরুদ্ধে বজ্রকণ্ঠে দাঁড়িয়ে যেতে তুমি,
সবার আগে তোমার কাছে প্রিয় ছিল মাতৃভূমি।

দেশদ্রোহীদের বিরুদ্ধে তুমি ছিলে এক মহাবীর,
আধিপত্যবাদের বিরুদ্ধে উন্নত ছিল তব শির।
আলো ছড়িয়ে হয়ে উঠেছিলে তুমি নতুন এক রবি,
যেন কবির বিদ্রোহী কবিতার জীবন্ত প্রতিচ্ছবি।

ইনসাফের লড়াই করতে গিয়ে হয়েছো তুমি শহীদ,
এই লড়াইয়ে শহীদ হওয়াই যেন ছিল তোমার ঈদ।
প্রজন্ম থেকে প্রজন্ম জানবে তোমার বিপ্লবী লড়াই,
আমাদের একজন হাদি ছিল জানবে তারা সবাই।

এসইউ/এমএস

আরও পড়ুন