ভিডিও ENG
  1. Home/
  2. সাহিত্য

অনন্য কাওছারের কবিতা

রমণীয় শীত এবং অন্যান্য

সাহিত্য ডেস্ক | প্রকাশিত: ০৮:২৬ এএম, ২৬ জানুয়ারি ২০২৬

রমণীয় শীত

শহর ঘিরেছে রমণীয় শীত
চোখে তার সফেদ বিস্ময়েরা
খেলছে কুয়াশার দীর্ঘ করিডোরে
রোদচশমার অনবদ্য খেলা
শহরে নেমেছে রাজকীয়
শৈলজ রমণীরা
নক্ষত্রের সারণীতে ঝরে পড়েছে
যে সবুজ ডানার প্রেমিকারা
শীতের অরণ্য গিরিখাত পেরিয়ে
চিরসবুজ পাতায় পাতায়
শহর ঘিরেছে অরণ্যকেশী রমণীয় শীত
নগ্ন চরণে চরণে মাতাল নৃত্য,
শহরে নগরে নদীবন্দরে
রমণীয় রাজকীয় শীত
বিলুপ্ত হয়ে যাওয়া আঙুলের হিম।

****

বরফের হিমশীতল নদী

কুয়াশার দীর্ঘ টার্মিনাল
থেকে শুরু হয়েছে বরফদেশ;
পাখিদের কোলাহল যেখানে বরফের মতো
টুকরো টুকরো বেদনা একেকটা বরফের নৌকো
যে যা-ই বলুক, দীর্ঘ কবিতা কিম্বা
গল্পের হৃৎপিণ্ড যেখানে বরফে বরফে
ক্রমশ হয়ে ওঠে আইসবার্গ;
কুয়াশার দীর্ঘ টার্মিনাল
অতিক্রম করে এসেছে শীতার্ত প্রেম
আমাদের শীতোষ্ণ হৃদয়ে
ঠোঁটে,
বরফের হিমশীতল নদী।

****

গলিত যন্ত্রণার শব

পৃথিবীর যত সুরম্য সুখের নগরী
অতিকায় পর্বতের আর্দ্র অনুভব
সবকিছু তার মায়াবী মুখের কাছে
নিষ্প্রাণ দেহের কঙ্কাল হয়ে আছে
প্রতিটি তীব্রতর শীতে
তুষারে জলের প্রতিবিম্ব সরিয়ে
ভেসে ওঠে সন্ধ্যাবতীর পুষ্পিত মুখ;
ঠোঁটের হিমশীতল অনুভব
উথালপাথাল ঢেউ তুলে হৃদয়ে
যেন গলিত যন্ত্রণার শব।

****

শীতে

তীব্র তীব্রতর শীতে
তার দেখা পাই অরণ্যের
সবুজ সিঁড়িতে।

****

শীতার্ত সন্ধ্যা

এই পুষ্পিত শীতের অরণ্য
গিরিখাতের অলিন্দে
ভেসে ওঠে মায়াবতী চোখ;
দুলছে মৃদু ভায়োলিন ধ্বনি
মূর্ছিত বুকের প্যারাডাইস
আঙুলের স্পর্শে
শস্যশ্যামল শীতার্ত সন্ধ্যা
এই শীতের কুয়াশা
ঘিরে ধরেছে
নস্টালজিক স্মৃতি।

এসইউ/জেআইএম

আরও পড়ুন