ভিডিও EN
  1. Home/
  2. সাহিত্য

সাম্প্রতিক ছড়া: আমগুলোতে হক ছিল

সাহিত্য ডেস্ক | প্রকাশিত: ০৩:৫৩ পিএম, ০৩ জুন ২০২২

রায়হান আহমেদ তামীম

কিপ্টে বুড়োর গাছগুলোতে
থোকা থোকা আম ছিল,
নিত্য তাতে ভাগ বসানো
বিচ্ছুগুলোর কাম ছিল।

জ্যৈষ্ঠমাসের দাবদাহে সেই
আমগুলো বেশ পাকছিল,
কিপ্টেবুড়ো সর্বদা তাই
নজর তাতে রাখছিল।

যেই না হঠাৎ কিপ্টেবুড়ো
চেয়ারে বসে ঢুলছিল,
তাই না দেখে বিচ্ছুগুলো
খুশির আওয়াজ তুলছিল।

একটা বিচ্ছু চড়লো গাছে
আমগুলো সে পাড়ছিল,
বাদ বাকি সব বিচ্ছুগুলোর
আম কুড়ানোর ভার ছিল।

ঘুম শেষে যেই কিপ্টেবুড়ো
হঠাৎ জেগে উঠছিল,
তাই দেখে সেই বিচ্ছুগুলো
ভীষণ জোরে ছুটছিল।

আম হারিয়ে কিপ্টেবুড়ো
যা-তা বলে বকছিল,
বিচ্ছুগুলো বলে তাদের
আমগুলোতে হক ছিল।

এসইউ/এএসএম

আরও পড়ুন