ভিডিও EN
  1. Home/
  2. সাহিত্য

ফেরদৌস জান্নাতুলের তিনটি কবিতা

সাহিত্য ডেস্ক | প্রকাশিত: ০২:০৪ পিএম, ১৮ জানুয়ারি ২০২৩

কানামাছি

আড়াল থেকে পর্দা টানি
গোপন কামরার ফাঁদে ধুলোর ধৃষ্টতা;
ঘনকালো দৃষ্টি অথবা খোলসের অভিযান।
ইঁদুরকে গুরু মানা যেতে পারে,
কোটি বছরের ইতিহাস চিনে চিনে
নিজেই এক লুকানো গর্তের গুহাবাসী।
বিভ্রান্তি থেকে নেই নিস্তার,
ঘোর লাগা প্রশ্নের ফ্যাকাশে উত্তর শেষে
নতুনের আশাহত দিন কিংবা রাত; লুকানো চিৎকার-
পর্দার ভেতরে আড়ি পেতে থাকা
মানুষের কানামাছি।

****

অব্যক্ত

কেউ শুনছে না
কেবল বলছে অনর্গল
দেখছে জলস্রোতের ভাঁজ, পাটাতনের চড়ুইভাতি।
এদিকে বারেন্দ্রিক রোদ পরে
সন্ধ্যা ঝুঁকে থাকে পশ্চিম জানালায়
থরে থরে রাতজাগা শিউলি হাসে ভোরের কুয়াশায়।
চলতে চলতে বিরতির প্রয়োজন
লু হাওয়ার পরশ, ঊর্ধ্বগতির ভাবরস।
নানাবিধ শ্রেণি ও সংখ্যার সফেদ হিসেব
এলায়িত রেশমের তাঁতশালায়
যেন এক অবাধ্য শব্দের বিস্ফোরণ
ঘূর্ণির মতো ছুটে চলে স্ফীত মেঘের নগরে।

****

বহিরাগতদের প্রবেশ নিষেধ

ধরা যাক দূরত্ব একটি খাদ সত্তার গভীরে গিয়ে
পুরোনো গল্পের মোড়ক উন্মোচনের হুল্লোড়-
নিয়ন আলোর মতোই নিষ্প্রাণ মেকি প্রলোভন।
আমাদের অতিথি পাখিরা এখন দূরত্ব বোঝে না
দুরন্ত ঘূর্ণির মতো ঘোরে চমৎকৃতের পথে পথে
এরপর এক দুই তিন করে একে একে সবকটা কাঁটাতারে
ঝুলে থাকে পলাতক পতঙ্গ পা, শূন্য হৃদঘর, ঘন ঘোর।
বেরিকেটে পচন ধরেছে বহুকাল
ক্ষীণ ল্যাম্পপোস্টের খোলা হাতল ধরে-
হৈ মেরে আসো-দেখা যাক সংরক্ষিত পাতাবাহারদের বৈঠকে

এসইউ/জেআইএম

আরও পড়ুন