মেঘদেবতার মেঘআসর
ওরা আমাকে বন্দি করে, বার বার বহুবার, অজস্র বছর আগে থেকে
আমার বোধ-বিবেক আর মেধাকে আটকে রাখে মিথ্যা অন্ধকারের পাহাড়ঢালে
আমাকে বার বার আহত করে, ওদের আঘাতে আমি মানুষ হই-
ভালোবাসতে শিখি মানুষকে, ভালোবাসি তোমাদের- ভালোবাসি তোমাকে
ভালোবাসি কবিতাসন্ধ্যায় মানুষ গন্ধে শরীর ঘেঁষে আদর পেতে
আহ্লাদে চোখ বুজে ঠোঁটে ঠোঁট রেখে ফিরে আসি বাস্তবিকজীবন আর
মধ্যউঠোনে পাশাপাশি হেঁটে ক্লান্ত সময়ে।
ওরা আমার হাতে-পায়ে, বুকে-গলায়, দু’ঠোঁট-চোখের ফাঁকে পেরেক মারে
শিকলে আবদ্ধ করে রাখে স্বপ্নচূড়ার বটগাছ আর বোধ স্পন্দনের ঝিরঝিরকাল
অবশেষে সযত্নে লেপে দেয়া অন্ধকারের পেরেক, শিকলের বাধন ভেঙে
সবটুকু আয়োজন শেষে ফিরে আসি বইঘরে-
কলম-কালির স্রোতে আঙুল ডুবিয়ে ল্যাপটপে বসে থাকি দীর্ঘসময়
তুমি আসো, খুব আস্তে-ধীরে অল্প সময়ে; তখন আমি মানুষ চর্চা করি
বোধ আর বিবেককে টুকরো করতেই বন্দি হই, বন্দি হই দু’হাতে-ঠোঁটে আর শরীরে
আর অসময়ে তপ্তআগুনে ধুলোবালি মেখে ডুবে যাই মেঘদেবতার মেঘআসরে।
এসইউ/এমএস