মোস্তাক হোসেনের মৃত্যুতে ইআরএফের শোক
ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি ও দৈনিক ভোরের ডাক পত্রিকার বিশেষ সংবাদদাতা মোস্তাক হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ)।
ইআরএফ সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক এস এম রাশিদুল ইসলাম এক বিবৃতিতে মোস্তাক হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। তারা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।
মোস্তাক হোসেন দীর্ঘদিন ধরে হৃদরোগ ও কিডনি জটিলতায় ভুগছিলেন। জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে চিকিৎসারত অবস্থায় সোমবার সকাল ১০টা ৫৫ মিনিটে তিনি ইন্তেকাল করেন।
এসআই/এমএস