ভিডিও ENG
  1. Home/
  2. গণমাধ্যম

জন্মদিনে চিরনিদ্রায় শায়িত মামুনুর রশিদ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৮:০৭ পিএম, ০৪ সেপ্টেম্বর ২০১৮

জন্মদিনে কবরে চিরনিদ্রায় শায়িত হলেন একুশে টেলিভিশনের সিনিয়র রিপোর্টার মামুনুর রশিদ। মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) ছিল মামুনের জন্মদিন। গতকাল সোমবার রাত ১১টার দিকে তিনি মারা যান। উত্সবের পরিবর্তে স্বজন, সহকর্মীদের শোক বিষাদে ভাসিয়ে মাটির ঘরে ঠাঁই নিলেন তরুণ এই সাংবাদিক।

প্রধানমন্ত্রী বিটের এই রিপোর্টারকে বাদ মাগরিব নড়াইলের লোহাগড়ায় নিজ গ্রামে তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এর আগে সকালে তার কর্মস্থল একুশে টিভি কার্যালয়ে মামুনের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন, কেন্দ্রীয় সদস্য এসএম কামাল হোসেন, প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন, একুশে টিভির প্রধান সম্পাদক ও সিইও মনজুরুল আহসান বুলবুল, একুশে টিভির ব্যবস্থাপনা পরিচালক মেজর জেনারেল এ কে মোহাম্মদ আলী শিকদার পিএসসি (অব.), সাবেক ছাত্রলীগ সভাপতি মাহমুদ হাসান রিপন, ডিআরইউ সভাপতি সাইফুল আলমসহ সাংবাদিক, রাজনীতিবিদ, মামুনের বন্ধুরা।

এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। দুপুর ১২টায় মামুনের শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জানাজায় তার শিক্ষক, সহকর্মী, সহপাঠী, বন্ধু ও শুভানুধ্যায়ীরা অংশ নেন। সহকর্মী ও বন্ধুরা মামুনকে অশ্রুসিক্ত নয়নে শেষ বিদায় জানান। এ সময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে মামুনের জানাজায় অংশ নেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি অ্যাডভোকেট মোল্লা মো. আবু কাওছার, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন, এস এম জাকির হোসাইন, বর্তমান সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন প্রমুখ।

ঢাকা থেকে মামুনের মরদেহের সঙ্গে যান প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন। তিনি জানান, সন্ধ্যায় যখন নিজ উপজেলায় মামুনের মরদেহ পৌঁছে তখন এলাকায় আত্মীয়স্বজনসহ সর্বস্তরের মানুষের মধ্যে শোকের আবহ তৈরি হয়। শত শত মানুষ একনজর মামুনকে দেখার জন্য ভিড় জমায়। একে অপরকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন। বাদ মাগরিব নড়াইলের লোহাগড়ায় তার জানাজায় অংশ নেন নড়াইল সদর পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর বিশ্বাস, শরিফুল ইসলাম মুন, আশরাফুল আলম।

এইউএ/জেএইচ/এমএস

আরও পড়ুন