সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের নেতৃত্বে মাসউদ-ডালিম

সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের (এসআরএফ) ২০২৫-২০২৬ মেয়াদের জন্য চ্যানেল টোয়েন্টি ফোরের সিনিয়র রিপোর্টার মাসউদুর রহমান সভাপতি ও ঢাকা পোস্টের সিনিয়র রিপোর্টার মেহেদী হাসান ডালিম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শনিবার (২১ জুন) রাজধানীর কারওয়ান বাজারের একটি রেস্টুরেন্টে এসআরএফের বার্ষিক সাধারণ সভায় নির্বাচিতদের নাম ঘোষণা করা হয়। বার্ষিক সাধারণ সভায় ৩০ জন সদস্য অংশগ্রহণ করেন।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন কালবেলার হেড অব নিউজ কবির হোসেন; যুগ্ম সম্পাদক সময় টেলিভিশনের বিশেষ প্রতিনিধি আফজাল হোসেন; কোষাধ্যক্ষ পদে দেশকাল নিউজের সিনিয়র রিপোর্টার কামরুল ইসলাম ফকির; সাংগঠনিক সম্পাদক পদে এনটিভির বিশেষ প্রতিনিধি মো. তামজিদুল ইসলাম; দপ্তর সম্পাদক পদে যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার মো. মাইনুল আহসান; প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে নাগরিক টেলিভিশনের স্টাফ রিপোর্টার অলিউল ইসলাম রনি নির্বাচিত হয়েছেন।
কার্যনির্বাহী কমিটির সদস্য পদে নির্বাচিত পাঁচজন হলেন- চ্যানেল আইয়ের বিশেষ প্রতিনিধি মাজহারুল হক মান্না; দৈনিক ইত্তেফাকের মোহাম্মদ দিদারুল আলম; দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেসের মোহাম্মদ গোলাম রব্বানী; ঢাকা মেইলের আমিনুল ইসলাম মল্লিক ও দেশ টিভির সৈয়দা সাবরিনা মজুমদার। এই কমিটি এক বছরের জন্য দায়িত্ব পালন করবে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এমআইএন/ইএ/জেআইএম
বিজ্ঞাপন