মাগুরা প্রেসক্লাবের সভাপতি বুলু সম্পাদক শামীম
মাগুরা প্রেসক্লাবের নির্বাচনে শরীফ আমিরুল হাসান বুলু সভাপতি এবং শামীম আহম্মেদ খান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
এছাড়া সহ-সভাপতি আবুল খায়ের আবলু, সহ-সাধারণ সম্পাদক খান শরাফত হোসেন, কোষাধ্যক্ষ অলোক বোস, দফতর সম্পাদক শফিকুল ইসলাম শফিক, সাংস্কৃতিক ও গ্রন্থাগার সম্পাদক সঞ্জয় রায় চৌধুরী, ক্রীড়া সম্পাদক ওয়ালিয়র রহমান।
কার্যনির্বাহী সদস্য পদে মিহির লাল কুরি, মো.সাইদুর রহমান, নাজিমুল ইসলাম সিদ্দিকী আরজু, তারিকুল আনোয়ার তরুন, অমিত মিত্র, এম.এ. হাকিম, লিটন কুমার ঘোষ নির্বাচিত হয়েছেন।
মাগুরা জেলা তথ্য অফিসার ও প্রেসক্লাব কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের নির্বাচন কমিশনার মো. রেজাউল করিম শনিবার নির্বাচিত পরিষদের এ তালিকা প্রকাশ করেন। এ নির্বাচনে কোনো পদেই প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় সবাইকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।
আরাফাত হোসেন/এসএস/এবিএস