ভিডিও ENG
  1. Home/
  2. গণমাধ্যম

সাংবাদিক আজাদ হোসেন মুরাদের মুক্তির দাবি

প্রকাশিত: ০৭:৩৭ এএম, ১৪ নভেম্বর ২০১৬

নওগাঁ থেকে প্রকাশিত ‘দৈনিক প্রথম সংবাদ’ পত্রিকার সম্পাদক ও জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি সাংবাদিক আজাদ হোসেন মুরাদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারসহ অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবিতে নওগাঁর মান্দায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১০টায় উপজেলার প্রসাদপুর বাজারের প্রধান সড়কে মান্দা উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মান্দা উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মাহবুবুর রহমানের সভাপতিত্বে এ সময় বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) উপজেলা শাখার সাধারণ সম্পাদক কমরেড আব্দুস সোবহান, সদস্য কমরেড সেকেন্দার আলী, ওসমান আলী, একুশে ফাউন্ডেশনের সভাপতি খন্দকার আব্দুর রহিম, সাংবাদিক আব্দুল কাউয়ুম, গোলাম রাব্বানী, আব্দুল মজিদ সম্রাট, মাহবুবুজ্জামান সেতু, আব্বাস আলী, মফিজ উদ্দিনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা সাংবাদিক আজাদ হোসেন মুরাদকে গ্রেফতারের ঘটনা দুঃখজনক ও এর তীব্র নিন্দা প্রকাশ করে নিঃশর্ত মুক্তি দাবি করেন।

উল্লেখ্য, জেলার মহাদেবপুর উপজেলার ভীমপুর ইউনিয়নের খোর্দ্দনরায়নপুর গ্রামের নুরুল ইসলাম মাস্টারের ছেলে ‘কবিরাজ’ জাহাঙ্গীর আলম স্বপনের মিথ্যা মামলায় গত ৬ নভেম্বর রাত সাড়ে ১১টার দিকে নওগাঁ জেলা প্রেসক্লাবের সামনে থেকে সাদা পোশাকধারী পুলিশ সদস্যরা সাংবাদিক আজাদ হোসেন মুরাদকে গ্রেফতার করে।

আব্বাস আলী/এফএ/পিআর