প্রেসক্লাবে ঢুকে সাংবাদিকের ওপর হামলা
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা প্রেসক্লাবে ঢুকে শাহারিয়ার হোসেনের ওপর হামলা চালানো হয়েছে। আহত শাহারিয়ার দৈনিক দিনকালের আলফাডাঙ্গা উপজেলা প্রতিনিধি। গুরুতর আহত অবস্থায় শাহারিয়ারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেল ৪টায় উপজেলায় কর্মরত সাংবাদিকরা প্রেসক্লাবে বসে সংবাদ নিয়ে ব্যস্ত ছিল। সে সময় এ ঘটনা ঘটে বলে জানান আলফাডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলমগীর কবির।
প্রেসক্লাবের সভাপতি মো. সেকেন্দার আলম অভিযোগ করেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এনায়েত হোসেনের নেতৃত্বে সন্ত্রাসীরা অতর্কিতভাবে হামলা চালায়। এ সময় এনায়েত হোসেনের নেতৃত্বে মিজান ডাকাত, কামরুল হক ভূঁইয়াসহ ১৫/১৬ জনের একদল সন্ত্রাসী প্রেসক্লাবে ঢুকে প্রেসক্লাবের মালামাল ভাঙচুর শুরু করে। এসময় বাধা দিলে প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মো. শাহারিয়ার হোসেন, প্রচার সম্পাদক হারান মিত্রসহ অন্য সাংবাদিকদের ওপর হামলা চালানো হয়।
আলফাডাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল করিম জানান, তাদের অভিযোগ সত্য নয়। সাংবাদিকদের দুই গ্রুপের দ্বন্দ্বে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
হামলার ঘটনা পুলিশকে জানানো হলে পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ করেন প্রেসক্লাবের সভাপতি। এ বিষয়ে তাৎক্ষণিক আলফাডাঙ্গা প্রেসক্লাবে এক জরুরি প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
প্রতিবাদ সভায় সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানোনো হয় এবং শুক্রবার সকাল ১১টায় আলফাডাঙ্গা বাজার চৌরাস্তায় ঘটনায় জড়িত সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধনের সিদ্ধান্ত নেয়া হয়।
ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুল ইসলাম পিকুল এই ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বলেন, অত্যন্ত দুঃখজনক ঘটনা। এই ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনের প্রতি তিনি অনুরোধ জানিয়েছেন।
এস.এম. তরুন/এআরএ/এমএস