সাংবাদিক মোশাররফ হোসেন আর নেই
নীলফামারীর সিনিয়র সাংবাদিক ও দৈনিক ইনকিলাবের জেলা সংবাদদাতা মোশাররফ হোসেন (৫৬) আর নেই। শুক্রবার ভোর পৌনে চারটার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহে রাজিউন)।
সাংবাদিক মোশাররফ হোসেন প্রকাশনার শুরু থেকেই দৈনিক ইনকিলাবের নীলফামারী জেলা সংবাদদাতা হিসেবে কাজ করে আসছিলেন।
সাংবাদিকতা জীবনে তিনি সীমান্ত সন্ত্রাস, ভূমি ও পানি আগ্রাসন নিয়ে সাড়া জাগানো রিপোর্ট করে জনপ্রিয়তা লাভ করেন। ৭০ দশকে তার সাংবাদিকতা পেশায় আগমন।
প্রয়াত সাংবাদিক ফজলুর রহমান সম্পাদিত সাপ্তাহিক নীলফামারী বার্তা (বর্তমানে দৈনিক নীলফামারী বার্তা) ছাড়াও বিভিন্ন সময়ে তিনি দিনাজপুরের উত্তরা, তিস্তা, বগুড়ার চাঁদনিবাজার, আজ ও আগামীকালসহ বিভিন্ন পত্রিকায় কাজ করেছেন।
নীলফামারীর প্রথম দৈনিক নীলকথা`র প্রথম বার্তা সম্পাদকও ছিলেন তিনি। এছাড়া দীর্ঘদিন নীলফামারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন মোশাররফ হোসেন।
আজ বাদ জুম্মা, নীলফামারী কেন্দ্রীয় ঈদগাঁ মাঠে এবং বাদ আছর কেন্দ্রীয় কবরস্থান চত্বরে দ্বিতীয় নামাজে জানাজা শেষে সেখানে তাকে দাফন করা হবে।
মোশাররফ হোসেনের অকাল মৃত্যুতে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি, নীলফামারী-১ আসনের এমপি আফতাব উদ্দিন সরকার, নীলফামারী-৩ আসনের এমপি অধ্যাপক গোলাম মোস্তফা, বিরোধীদলীয় হুইপ ও নীলফামারী-৪ আসনের এমপি শওকত চৌধুরী, নীলফামারী জেলা পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদীন, পৌর মেয়র ও আওয়ামী লীগ সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক মমতাজুল হক, সদর উপজেলা চেয়ারম্যান আবুজার রহমান, সৈয়দপুর পৌর মেয়র আমজাদ হোসেন সরকার, ডোমার পৌর মেয়র মনছুরুল ইসলাম, জলঢাকা পৌর মেয়র ফাহমিদ ফয়সাল চৌধুরী, জেলা বিএনপি সভাপতি অ্যাড. আনিসুল আরেফিন চৌধুরী, সাধারণ সম্পাদক সামছুজ্জামান জামান, জেলা বার সভাপতি অ্যাড. আলিমুদ্দিন বসুনিয়া, নীলসাগর গ্রুপের চেয়ারম্যান প্রকৌশলী আহসান হাবিব লেলিন প্রমুখ গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের আত্মার মাগফেরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
জাহেদুল ইসলাম/এমএমজেড/এমএস