ভিডিও EN
  1. Home/
  2. গণমাধ্যম

সংগ্রামকে হারিয়ে জাগো নিউজের শুভ সূচনা

প্রকাশিত: ০৮:৪৪ এএম, ১৭ মে ২০১৭

‘অ্যাটম গাম-ডিআরইউ’ মিডিয়া কাপ হ্যান্ডবল টুর্নামেন্টের উদ্বোধনী দিনের খেলায় দৈনিক সংগ্রামকে ৫-২ গোলে হারিয়েছে অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কম।

প্রাণ কনফেকশনারির পণ্য ‘অ্যাটম গাম’ এর পৃষ্ঠপোষকাতায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) এই প্রতিযোগিতার আয়োজন করেছে।

MU

বুধবার জাগো নিউজের পক্ষে প্রধান প্রতিবেদক মনিরুজ্জামান উজ্জল ২টি, মামুন আব্দুল্লাহ ২টি ও সাঈদ শিপন ১টি গোল করেন। অনবদ্য নৈপুণ্যের জন্য ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন জাগো নিউজের প্রধান প্রতিবেদক মনিরুজ্জামান উজ্জল।

এবারের টুর্নামেন্টে মোট ৩২টি মিডিয়া হাউস অংশ নিচ্ছে। নক আউট পদ্ধতিতে এই টুর্নামেন্টের প্রতিটি খেলা অনুষ্ঠিত হবে শহীদ (ক্যাপ্টেন) এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে।

এমএসএস/এমএমজেড/এসআর/পিআর

আরও পড়ুন