ভিডিও ENG
  1. Home/
  2. গণমাধ্যম

পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি মিঠু, সম্পাদক বাচ্চু

জেলা প্রতিনিধি | পিরোজপুর | প্রকাশিত: ০৩:৩৮ এএম, ৩১ ডিসেম্বর ২০১৭

পিরোজপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন শনিবার ক্লাব চত্বরে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে শফিউল হক মিঠু (জনকণ্ঠ) সভাপতি এবং ফসিউল ইসলাম বাচ্চুকে (চ্যানেল আই ও সমকাল) সাধারণ সম্পাদক করে পিরোজপুর প্রেসক্লাবের ১৭ সদস্যের কার্যকরি কমিটি গঠন করা হয়।

কমিটির অন্য কর্মকর্তারা হলেন, সহ-সভাপতি শিরিনা আফরোজ (কালেরকণ্ঠ-একুশে টিভি) ও খালিদ আবু (আমাদের সময়), সহ-সাধারণ সম্পাদক হাসান মামুন (জাগো নিউজ ও আলোকিত বাংলাদেশ), দফতর ও পরিসম্পদ সম্পাদক খেলাফত হোসেন খসরু (আমাদের অর্থনীতি), কোষাধ্যক্ষ মো. হাসিবুল ইসলাম হাসান (বৈশাখী টিভি), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক অভিজিৎ মণ্ডল (৭১টিভি), তথ্য প্রযুক্তি ও প্রকাশনা সম্পাদক তামিম সরদার (ইনডেপেনডেন্ট টিভি)।

সদস্য-মাহামুদ হোসেন (বাংলাদেশ বেতার ও ইউএনবি), গৌতম চৌধুরী (বাসস), মুনিরুজ্জামান নাসিম আলী (ইত্তেফাক), এস এম পারভেজ (যুগান্তর ও বিটিভি), এম.এ রব্বানী ফিরোজ (খবর), এ.কে আজাদ (সংবাদ), জহিরুল হক টিটু (যায়যায়দিন ও দি নিউ নেশন), ওয়াহিদ হাসান বাবু (পিরোজপুরের খবর)।

নির্বাচনে নির্বাচন কমিশনার ছিলেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার খান মাসুম বিল্লা এবং প্রেসক্লাবের ৫০ জন ভোটারের মধ্যে ৪৬ জন ভোটার তাদের ভোট প্রদান করেন।

হাসান মামুন/এফএ/এমএস

আরও পড়ুন