ভিডিও ENG
  1. Home/
  2. গণমাধ্যম

তেঁতুলিয়া প্রেসক্লাব উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন

জেলা প্রতিনিধি | পঞ্চগড় | প্রকাশিত: ০২:০৫ পিএম, ২৭ জুলাই ২০১৫

পঞ্চগড়ের তেঁতুলিয়া প্রেসক্লাব ভেঙে দেওয়ার প্রতিবাদে মানবন্ধন কর্মসূচি পালন করেছে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।

সোমবার দুপুরে তেতুঁলিয়া-বাংলাবান্ধা সড়কের চৌরাস্তা মোড়ে এই কর্মসূচি পালন করা হয়।  মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে পঞ্চগড় ও তেঁতুলিয়া প্রেসক্লাবের নেতৃবৃন্দ, বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার স্থানীয় প্রতিনিধি ছাড়াও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেয়।  অবৈধভাবে খাস জমিতে প্রেসক্লাবটির অবস্থান এই অভিযোগে রোববার বিকেলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রেসক্লাবের টিনের ঘরটি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়।

ঘণ্টাব্যাপি মানববন্ধনে সাংবাদিক নেতারা বলেন, ১৯৯০ সালে প্রতিষ্ঠার পর থেকে তেঁতুলিয়া উপজেলার এই প্রেসক্লাব ঘরটি অফিস হিসেবে ব্যবহার হয়ে আসছে।  চলতি বছরের জানুয়ারিতে প্রেসক্লাবের জন্য ৮ শতক জমি বন্দোবস্ত চেয়ে জেলা প্রশাসক বরাবরে আবেদন করা হয়।  কিন্তু এরই মধ্যে অন্যায়ভাবে প্রেসক্লাবের ঘরটি ভেঙে দেওয়া  হলো।

তারা বলেন, তেঁতুলিয়া উপজেলার বিভিন্ন এলাকায় কয়েক হাজার একর খাস জমি রয়েছে।  এছাড়া প্রেসক্লাবের কাছেই বড় দুইটি রাজনৈতিক সংগঠনের অফিসসহ তেঁতুলিয়া ক্লাব এবং কুলি শ্রমিক ইউনিয়নের স্থাপনা রয়েছে।  কিন্তু প্রশাসন কর্তৃক শুধু প্রেসক্লাবের ঘরটি ভেঙে দেওয়া উদ্যেশ্যমুলক।

এ ঘটনায় পেশাগত সাংবাদিকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এতে পঞ্চবার্তা সম্পাদক আলমগীর জলিল, প্রথম আলোর জেলা প্রতিনিধি শহিদুল ইসলাম শহীদ, পঞ্চগড় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সফিকুল আলম, তেতুলিয়া প্রেস ক্লাবের সভাপতি সোহরাব আলী, সহ-সভাপতি আশরাফুল ইসলাম, খাদেমুল ইসলামসহ স্থানীয় সাংবাদিক নেতারা বক্তৃতা করেন।

সফিকুল আলম/এমএএস/এমআরআই