ভিডিও EN
  1. Home/
  2. গণমাধ্যম

নীলফামারী সাংবাদিক ফোরাম ঢাকা'র সভাপতি কুদ্দুস সম্পাদক স্বপন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৫:২২ পিএম, ০৮ মে ২০১৮

নীলফামারী জেলার ঢাকায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের নিয়ে গঠিত হয়েছে নীলফামারী সাংবাদিক ফোরাম, ঢাকা। গত রোববার শিল্পকলা একাডেমীর চিত্রশালা মিলনায়তনে বর্ণাঢ্য আয়োজনে প্রথম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দীন সরকার। পরে সম্মানিত অতিথিদের উপস্থিতিতে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন মন্ত্রী।

কমিটিতে সভাপতি করা হয়েছে, মুআ কুদ্দুস (মানব জমিন), সহ-সভাপতি রেজানুর রহমান (আনন্দ আলো) সহ-সভাপতি মোদাব্বের হোসেন (বাংলাদেশ প্রতিদিন), সাধারণ সম্পাদক জিয়াউল হক স্বপন (ডেইলি স্টার), যুগ্ম-সম্পাদক আলমগীর স্বপন (যমুনা টিভি), যুগ্ম-সম্পাদক মাহমুদুল হাসান মেজর (জুম বাংলা), সাংগঠনিক সম্পাদক হিলালী ওয়াদুদ (ভোরের কাগজ), অর্থ সম্পাদক নুরুন্নবী সরকার তুষার (মোহাম্মদীয়া নিউজ), প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ রুহুল আমিন (ভোরের কাগজ), জনকল্যাণ সম্পাদক আক্তারুজ্জামান রকি (আজকের সংবাদ), মহিলা সম্পাদক সাজেদা হক (দেশ ইনফো.কম.বিডি), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আক্তারুজ্জামান (বাংলাদেশ প্রতিদিন), প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক ওয়ারেছুন্নবী খন্দকার (ইটিভি অনলাইন) ও দপ্তর সম্পাদক জয়নাল আবেদীনকে (দেশ প্রতিক্ষণ)।

নির্বাহী সদস্য করা হয়েছে, মুফদি আহমেদ (বাংলাবাজার পত্রিকা), জাকারিয়া মুক্তা (সময় টিভি), লাজ্জাত এনাব মহছি (প্রথম আলো), মহসীনুল করিম লেবু(ডেইলি অবজারভার), মেহেদী হাসান (জিটিভি), রাকিব উল হাবিব বসুনিয়া (বাংলাটুডে.কম), একে সামসুজ্জোহা (চলমান সময়), শাহিন বাবু (নিউজ ভিশন) ও তামান্না মোমিন খানকে (মানব জমিন)।

এমএএস/এমএস