ইলেকট্রনিক মিডিয়ার জন্য নতুন ওয়েজবোর্ড হবে

ইলেকট্রনিক মিডিয়া বা টেলিভিশন সাংবাদিকদের জন্য নতুন ওয়েজবোর্ড হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
সোমবার সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে ‘বিএসআরএফ সংলাপ’ অনুষ্ঠানে এ কথা জানান তথ্যমন্ত্রী। বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) এ সংলাপের আয়োজন করেছে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
নতুন বছরে নতুন ওয়েজবোর্ডে টেলিভিশনের সাংবাদিকের জন্য কোনো সুখবর আছে কি না- জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, ‘যে ওয়েজবোর্ড গঠন করা হয়েছিল তাদের রিপোর্ট হাতে এসেছে এবং সেটা মন্ত্রিসভায় পাঠানো হয়েছে। ভোটের আগে মন্ত্রীদের নিয়ে যে উপ-কমিটি গঠন করা হয়েছে সেই কমিটির একটি সভা হয়েছে। নতুন মন্ত্রিসভায় সেই সাব-কমিটি কাজ করবে।’
তথ্যমন্ত্রী আরও বলেন, ‘রিপোর্টে ইলেকট্রনিক মিডিয়ার জন্য ওয়েজবোর্ড দিতে হবে বলে একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা আছে। সুতরাং ওটা দেয়ার জন্য প্রাথমিক প্রশাসনিক কাজটা সম্পন্ন হলে নতুন সরকার এবং তথ্য মন্ত্রণালয় এটা সম্পন্ন করবে। সুতরাং নতুন বছরে আমি আশা করছি, ইলেকট্রনিক মিডিয়ার কর্মীদের জন্য নতুন ওয়েজবোর্ড হবে।’
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
সংলাপে বিএসআরফের সভাপতি শ্যামল সরকার ও সাধারণ সম্পাদক মহসীন আশরাফ উপস্থিত ছিলেন।
আরএমএম/এসআর/জেআইএম
আরও পড়ুন
বিজ্ঞাপন
সর্বশেষ - গণমাধ্যম
- ১ গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকারের লক্ষ্য এখন দৃশ্যমান
- ২ এসএমই ফাউন্ডেশন-ইআরএফ অ্যাওয়ার্ড পেলেন জাগো নিউজের নাজমুল
- ৩ ব্যক্তিগত তথ্য সুরক্ষায় নতুন আইন হচ্ছে: ফয়েজ আহমদ তৈয়্যব
- ৪ ডিএমপি-জাইকা ফেলোশিপ অ্যাওয়ার্ড পেলেন জাগো নিউজের তন্ময়
- ৫ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সভাপতি মাসউদুল, সম্পাদক বাদল