সফিউল আলম রাজার মৃত্যুতে ডিইউজের শোক
ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সদস্য সাংবাদিক ও সঙ্গীতশিল্পী সফিউল আলম রাজার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সংগঠনের সভাপতি আবু জাফর সূর্য ও সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী।
আজ (রোববার) এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, সাংবাদিকতায় ও সঙ্গীতাঙ্গনে এক প্রতিভাধর ব্যক্তি ছিলেন সফিউল আলম রাজা। আপাদমস্তক সংস্কৃতিমনা এই মানুষটি দুই ক্ষেত্রেই সাফল্যের সাক্ষর রেখেছিলেন। তার মৃত্যুতে সাংবাদিকতায় এবং সঙ্গীতাঙ্গনে অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো।
বিশেষ করে সাংস্কৃতিক সাংবাদিকতা ও ভাওয়াইয়া গানের জগতে এ শূন্যতা সবসময়ই দাগ কাটবে। বিবৃতিতে নেতারা সফিউল আলম রাজার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
এমইউ/এনএফ/পিআর