এনটিভির ১৩ সংবাদকর্মী করোনায় আক্রান্ত
বেসরকারি টেলিভিশন এনটিভির কমপক্ষে ১৩ সংবাদকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন।
শনিবার (২ মে) রাত পর্যন্ত এনটিভির মোট ১৩ জন আক্রান্ত বলে জানা গেছে। এর মধ্যে দুইজন রিপোর্টার, একজন নিউজ এডিটর, ক্যামেরাম্যান ছয়জন ছাড়াও নিউজ প্রেজেন্টার ও মেকাপম্যানসহ আরও ৪ জন রয়েছেন। তবে অনেকের রিপোর্ট এখনো আসেনি।
দেশে করোনা ভাইরাস হানা দেয়ার পর গতকাল শনিবার পর্যন্ত এ ১৩ জন ছাড়াও মোট ৪৫ সংবাদকর্মীর করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের মধ্যে একজন সিনিয়র সাংবাদিক মারা গেছেন। আর সুস্থ হয়েছেন ১১ জন।
করোনা ভাইরাসের কারণে বেসরকারি দীপ্ত টেলিভিশন ও বহুল প্রচারিত প্রথম আলো পত্রিকা লকডাউন ঘোষণা করা হয়েছে। এ দুটি সংবাদমাধ্যম বিশেষ ব্যবস্থায় কাজ চালিয়ে যাচ্ছে। তবে বেশ কয়েকটি সংবাদপত্র ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে। তারা এখন শুধু অনলাইন সংস্করণ চালাচ্ছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান দৈনিক সময়ের আলোর প্রধান প্রতিবেদক হুমায়ুন কবির খোকন।
করোনা ভাইরাস থেকে সেরে ওঠা সাংবাদিকরা হলেন, বেসরকারি ইন্ডিপেন্ডেন্ট টিভির ক্যামেরাপারসন, যমুনা টিভির রিপোর্টার, দীপ্ত টিভির একজন, এটিএন নিউজের রিপোর্টার, যমুনা টিভির নরসিংদী প্রতিনিধি, একাত্তর টিভির গাজীপুর প্রতিনিধি, বাংলাদেশের খবরের একজন, দৈনিক সংগ্রামের একজন, ভোরের কাগজের বামনা উপজেলা (বরগুনা) প্রতিনিধি, দৈনিক প্রথম আলোর একজন এবং দৈনিক আলোকিত বাংলাদেশের কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি।
এইচএস/এএইচ/পিআর
সর্বশেষ - গণমাধ্যম
- ১ কার্যকর পদক্ষেপের অভাবে দেশকে অস্থিতিশীল দেখানোর অপচেষ্টা চলছে
- ২ প্রথম আলো-ডেইলি স্টারে হামলা: অনলাইন এডিটরস অ্যালায়েন্সের নিন্দা
- ৩ সংবাদপত্রে হামলা মতপ্রকাশের স্বাধীনতায় ভয়াবহ আঘাত
- ৪ হেলথ রিপোর্টার্স ফোরামের সভাপতি প্রতীক এজাজ, সম্পাদক মুজাহিদ শুভ
- ৫ সংবাদমাধ্যমে হামলা ফ্যাসিবাদী শাসনব্যবস্থার পুনরাবৃত্তি: রাবিসাস