ভিডিও ENG
  1. Home/
  2. গণমাধ্যম

হুমকির পর চট্টগ্রামে সাংবাদিক নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক | চট্টগ্রাম | প্রকাশিত: ১১:১১ পিএম, ২৯ অক্টোবর ২০২০

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সদস্য ও আজকের সূর্যোদয়ের চট্টগ্রাম ব্যুরোর স্টাফ রিপোর্টার গোলাম সরোয়ার আজ (বৃহস্পতিবার) সকাল থেকে নিখোঁজ রয়েছেন।

এ ঘটনায় রাত ৯টার দিকে চট্টগ্রামের কোতওয়ালী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন আজকের সূর্যোদয় সহকারী সম্পাদক জুবায়ের সিদ্দিকী।

এদিকে নিখোঁজ সাংবাদিক গোলাম সরোয়ারকে সম্প্রতি নিউজ সংক্রান্ত বিষয়ে ফোন করে হুমকি দেয়া হচ্ছিল বলে জানিয়েছেন বিএফইউজের সহ-সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী।

তিনি সাংবাদিক গোলাম সরোয়ারের অবিলম্বে সন্ধান দিতে দায়িত্বশীলদের দ্রুত পদক্ষেপ দাবি করেছেন।

আবু আজাদ/বিএ