ভিডিও ENG
  1. Home/
  2. গণমাধ্যম

বাবা হারালেন সাংবাদিক শাহজাহান মিঞা

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৬:০৫ পিএম, ২৩ জুন ২০২১

দৈনিক আজকালের খবর পত্রিকার যুগ্ম বার্তা সম্পাদক শাহজাহান মিঞার বাবা মৌলভী মফিজুর রহমান ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (২২ জুন) রাত ৯টায় টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার খায়েরপাড়া গ্রামের নিজ বাড়িতে ইন্তেকালের পরদিন পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়।

পারিবারিক সূত্র জানায়, দীর্ঘ পাঁচ দশকের বেশি সময় ধরে টাঙ্গাইল ও রাজশাহী অঞ্চলের বিভিন্ন মসজিদ এবং মাদরাসায় খতিব ও ইমাম হিসেবে দায়িত্ব পালন করেন মৌলভী মফিজুর রহমান। কিছুদিন ধরে তিনি লিভার ও গল ব্লাডারের ক্যান্সারে ভুগছিলেন। স্থানীয় ও রাজধানীতে চিকিৎসা নিয়ে তিনি বাড়িতে অবস্থান করছিলেন।

মৃত্যুকালে মৌলভী মফিজুর রহমান স্ত্রী, ছয় ছেলে, এক মেয়ে, নাতি-নাতনি ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মৌলভী মফিজুর রহমানের মৃত্যুতে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোল্লা জালাল ও ভারপ্রাপ্ত মহাসচিব মো. আব্দুল মজিদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কুদ্দুস আফ্রাদ ও সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু, ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সভাপতি মামুন ফরাজী ও সাধারণ সম্পাদক আবুল হাসান হৃদয় গভীর শোক প্রকাশ করেছেন।

মৌলভী মফিজুর রহমানের জ্যেষ্ঠপুত্র মো. শাহ্জাহান মিঞা ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সাধারণ সম্পাদক ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ছিলেন।

আরএইচ/জেআইএম