ভিডিও ENG
  1. Home/
  2. গণমাধ্যম

জাগো নিউজের বুলবুলের বাবা আব্দুর রহিমের ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৫:২৮ পিএম, ০৮ মার্চ ২০২২

অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমের শিফট ইনচার্জ (জ্যেষ্ঠ সহ-সম্পাদক) বুলবুল আহমেদের বাবা মো. আব্দুর রহিম আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৬৫ বছর।

মঙ্গলবার (৮ মার্চ) দুপুর পৌনে ১টায় ঢাকার একটি হাসপাতাল থেকে গ্রামের বাড়ি সিরাজগঞ্জে নেওয়ার পথে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

আব্দুর রহিম দীর্ঘদিন ধরে কিডনি জটিলতা ও লিভার ক্যানসারসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। চিকিৎসার জন্য সোমবার (৭ মার্চ) তাকে ঢাকার জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সন্ধ্যার পর তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। মঙ্গলবার ভোরে আব্দুর রহিমকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়।

দুপুরে তাকে নিয়ে স্বজনরা অ্যাম্বুলেন্সযোগে গ্রামের বাড়ি সিরাজগঞ্জ সদরের কালিয়া হরিপুরের কান্দাপাড়ার দিকের রওয়ানা হন। কিন্তু পথেই মৃত্যুবরণ করেন আব্দুর রহিম।

বাদ মাগরিব কান্দাপাড়া ঈদগাঁহ ময়দানে নামাজে জানাজার পর তার মরদেহ কান্দাপাড়া কবরস্থানে চিরশায়িত করা হবে।

আব্দুর রহিমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাগো নিউজের ভারপ্রাপ্ত সম্পাদক কে এম জিয়াউল হক। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। একইসঙ্গে তার শোকাহত স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান।

এইচএ/এমএস