ডেইলি স্টারের রজত জয়ন্তিতে যাচ্ছেন রাষ্ট্রপতি
ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের ২৫ বছর পূর্তি অনুষ্ঠানে যোগ দিবেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ। বৃহস্পতিবার বঙ্গভবনের প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে। রাজধানীর ওসমানি স্মৃতি মিলনায়তনে আয়োজন করা হয়েছে প্রতিষ্ঠা বার্ষিকীর এ অনুষ্ঠান।
নব্বইয়ের দশকে সাংবাদিক এস এম আলীর উদ্যোগে প্রকাশিত হয় দ্য ডেইলি স্টার। মিডিয়া ওয়ার্ল্ড কোম্পানি গঠন করে এই দৈনিকটি প্রকাশে তার সঙ্গে বিনিয়োগ করেন ট্রান্সকম গ্রুপের কর্ণধার লতিফুর রহমান ও র্যাংগস গ্রুপের আব্দুর রউফ চৌধুরী। এস এম আলীর মৃত্যুর পর মাহফুজ আনাম পত্রিকাটির সম্পাদকের দায়িত্বে রয়েছেন।
এবার ‘টোয়েন্টি ফাইভ ইয়ার্স অফ জার্নালিজম উইদাউট ফিয়ার অ্যান্ড ফেভার’ স্লোগান নিয়ে রজত জয়ন্তি উদযাপন করছে ডেইলি স্টার।
এসএ/আরএস