বঙ্গবন্ধুর সমাধিতে সিইউজের নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা
বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানান সিইউজের নবনির্বাচিত কমিটির সদস্যরা
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) নির্বাহী কমিটির নবনির্বাচিত নেতারা।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) বিকেলে সিইউজের নবনির্বাচিত সভাপতি তপন চক্রবর্তী ও সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলামের নেতৃত্বে কমিটির সদস্যরা শ্রদ্ধা জানান। পরে তারা বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের আত্মার শান্তি কামনা করে মোনজাত করেন।
এসময় উপস্থিত ছিলেন- সিইউজের সদ্য বিদায়ী সভাপতি মোহাম্মদ আলী, নির্বাহী কমিটির নবনির্বাচিত জ্যেষ্ঠ সহ-সভাপতি মোহাম্মদ রুবেল খান, অর্থ সম্পাদক মুজাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. মহরম হোসাইন, প্রচার ও প্রকাশনা সম্পাদক সরওয়ার কামাল ও নির্বাহী সদস্য আলাউদ্দীন হোসেন দুলাল।
সিইউজের নবনির্বাচিত সভাপতি তপন চক্রবর্তী বাঙালি জাতির অধিকার আদায়ে বঙ্গবন্ধুর সংগ্রামের ইতিহাস তুলে ধরে বলেন, বঙ্গবন্ধু সারাজীবন শোষিতদের পক্ষে সংগ্রাম করেছেন। আমরা বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে ঐক্যবদ্ধ হয়ে সাংবাদিকদের অধিকার আদায়ে কাজ করবো।
সিইউজের নবনির্বাচিত বলিষ্ঠ নেতাদের নেতৃত্বে সাংবাদিকরা তাদের অধিকার আদায়ে সংগ্রাম করে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংগঠনটির সাবেক সভাপতি মোহাম্মদ আলী।
ইকবাল হোসেন/এসএএইচ/জিকেএস
সর্বশেষ - গণমাধ্যম
- ১ সিএমজেএফ সদস্যরা ইবনে সিনায় সাশ্রয়ী খরচে স্বাস্থ্যসেবা পাবেন
- ২ উৎসব-আনন্দে শেষ হলো মাল্টিমিডিয়া জার্নালিস্ট ক্রিকেট লিগের তৃতীয় আসর
- ৩ মতপ্রকাশ তো অনেক দূর, এখন বেঁচে থাকার অধিকারের ব্যাপার
- ৪ ‘টেকসই জলবায়ু ঝুঁকি বিমা ব্যবস্থা গড়তে সম্মিলিত উদ্যোগ দরকার’
- ৫ জানুয়ারিতে সারাদেশের সাংবাদিকদের মহাসমাবেশ হবে: এ কে আজাদ