ভিডিও EN
  1. Home/
  2. গণমাধ্যম

রাঙামাটিতে সাগর-রুনি হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত: ১০:৫৫ এএম, ১১ ফেব্রুয়ারি ২০১৬

রাঙামাটিতে সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের প্রতিবাদ, খুনীদের গ্রেফতার ও বিচার দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে স্থানীয় সাংবাদিকরা।

 হত্যাকাণ্ডের চতুর্থ বর্ষপূর্তিতে বৃহস্পতিবার বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন ও সমাবেশ শেষে শহরের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল বের করে তারা।

সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘ চারটি বছর পার হলেও সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের কোনো রহস্য উদঘাটন করতে পারেনি সরকার। এর কোনো কূল-কিনারাও দিতে পারেনি। এতে চরম ব্যর্থতার পরিচয় দিচ্ছে সরকার।

এসময় তারা সাগর-রুনি দম্পতি ও রাঙামাটির আবদুল রশীদ ও জামাল উদ্দিনসহ দেশে এ পর্যন্ত সংঘটিত সব সাংবাদিক হত্যাকাণ্ডের বিচার এবং সাংবাদিক নির্যাতন বন্ধ, সাংবাদিকদের নিরাপত্তা ও গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতার দাবি জানান তারা।

বক্তারা উল্লেখ করে বলেন, রাঙামাটির সাংবাদিক আবদুল রশীদকে ১৯৮৯ সালের ৪ জুন এবং জামাল উদ্দিনকে ২০০৭ সালের ৬ মার্চ সন্ত্রাসীরা হত্যা করে। কিন্তু এ পর্যন্ত এ দুই সাংবাদিক হত্যার কোনো ক্লু বের করতে পারেনি আইনশৃংখলা রক্ষাকারী কর্তৃপক্ষ।  

রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন চলাকালে বিক্ষোভ সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন, রাঙামাটি পৌরসভার নব নির্বাচিত মেয়র আকবর হোসেন চৌধুরী, দৈনিক গিরিদর্পণ পত্রিকার সম্পাদক একেএম মকছুদ আহমেদ, প্রবীণ সাংবাদিক ও রাঙামাটি প্রেসক্লাবের সাবেক সভাপতি সুনীল কান্তি দে, রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা, রাঙামাটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার আল হক, রাঙামাটি সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, রাঙামাটি সাংবাদিক ফোরামের অর্থ-সম্পাদক ইয়াসিন রানা সোহেল প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন রাঙামাটি সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি মো. সোলেয়মান।

সুশীল প্রসাদ চাকমা/এফএ/এমএএস/পিআর