ভিডিও EN
  1. Home/
  2. গণমাধ্যম

মাহফুজ আনামের বিরুদ্ধে দুই জেলায় ৬০ কোটি টাকার মামলা

প্রকাশিত: ০৪:২৯ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০১৬

ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে চুয়াডাঙ্গা ও ফরিদপুরে ৬০ কোটি টাকার মানহানির মামলা দায়ের করা হয়েছে। সোমবার বিকেলে পৃথক দুই জেলায় এসব মামলা দায়ের করা হয়।

ফরিদপুর : ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে ফরিদপুরে ৫০ কোটি পাঁচ লাখ টাকা মানহানির মামলা হয়েছে। জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক জাহিদ ব্যাপারী বাদী হয়ে সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ফরিদপুরের-১ নম্বর আমলি আদালতে মাহফুজ আনামের বিরুদ্ধে মামলাটি করেন। মামলায় ৫০ কোটি ৫ লাখ টাকার মানহানির অভিযোগ আনা হয়েছে।

বাদীর আইনজীবী গোলাম রব্বানী বলেন, বিচারিক হাকিম হামিদুল ইসলাম মামলাটি আমলে নিয়ে মাহফুজ আনামের বিরুদ্ধে সমন জারি করেছেন। মামলার পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে আগামী ১৫ মার্চ। ওই দিন মাহফুজ আনামকে আদালতে হাজির হতে বলা হয়েছে।

চুয়াডাঙ্গা : ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে চুয়াডাঙ্গায় ১০ কোটি টাকার মানহানি মামলা দায়ের করেছেন জেলা আওয়ামী আইনজীবী পরিষদের যুগ্ম-সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম।

আদালতের অতিরিক্ত দায়িত্ব পালনকারী মুখ্য বিচারিক হাকিম এ বি এম মাহমুদুল হক মামলা আমলে নিয়ে আগামী ৮ মার্চ আদেশের জন্য দিন ধার্য রাখেন।

মামলা সূত্রে জানা যায়, সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে আওয়ামী লীগের সভানেত্রী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ গণতান্ত্রিক নেতাকর্মীদের দেশত্যাগ ও রাজনৈতিক কার্যক্রম থেকে সরিয়ে দেয়ার ষড়যন্ত্রের অংশ হিসেবে ডেইলি স্টার পত্রিকায় বিকৃত সংবাদ প্রকাশের ঘটনাটি গত ৩ ফেব্রুয়ারি একটি বেসরকারি টিভি চ্যানেলের টকশোতে স্বীকার করেছেন মাহফুজ আনাম।

যার মধ্যে দিয়ে ডেইলি স্টার সম্পাদক নিজেকে আত্মস্বীকৃত রাষ্ট্রদোহী হিসেবে স্বীকার করে নিয়েছেন। এরপর ৭ ফেব্রুয়ারি জাতীয় সংসদে কয়েকজন সংসদ সদস্য ডেইলি স্টার বন্ধ করা এবং মাহ্ফুজ আনামের পদত্যাগ ও বিচার দাবি করেন। এর পরদিন থেকে মাহফুজ আনামের বিরুদ্ধে বিভিন্ন জেলায় একের পর এক মামলা দায়ের করা হচ্ছে।

সালাউদ্দীন কাজল/এসএম তরুন/এআরএ/বিএ