গাইবান্ধায় ফেসবুকে মিথ্যা সংবাদ পোস্ট : সাংবাদিক গ্রেফতার
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় আ. লীগের সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ মো. শামিকুল ইসলাম লিপনের বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা সংবাদ পোস্ট করার অভিযোগে এক সাংবাদিককে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত সাংবাদিকের নাম আমিরুল ইসলাম (৪৫)। তিনি দৈনিক দিনকালের পলাশবাড়ী উপজেলা প্রতিনিধি। আমিরুল উপজেলা শহরের গৃধারীপুর গ্রামের মো. মজনু কেরানীর ছেলে। মঙ্গলবার ভোররাতে তাকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
একই ঘটনায় সন্দেজনকভাবে বাংলানিউজটুয়েন্টিফোর.কম এর প্রতিনিধি মমিনুর রশিদ সাগরের কম্পিউটার ও মোবাইল এবং স্থানীয় অপর দুই সাংবাদিকের কম্পিউটার জব্দ করেছে পুলিশ। তারা হলেন, দৈনিক বাংলাদেশ সময়ের পলাশবাড়ি প্রতিনিধি এবং দৈনিক সংগ্রামের সাবেক উপজেলা প্রতিনিধি ফেরদৌস মিয়া।
পলাশবাড়ী থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. মজিবুর রহমান জানান, পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ মো. শামিকুল ইসলাম লিপনকে নিয়ে সম্প্রতি একটি মিথ্যা ও বানোয়াট সংবাদ সাংবাদিক আমিরুল ইসলাম ও ফেরদৌস মিয়া তাদের ফেসবুকে পোস্ট করেন।
ফেসবুকে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ পরিবেশনের অভিযোগে শামিকুল ইসলাম লিপন বাদী হয়ে তথ্য প্রযুক্তি আইনে
এসব সাংবাদিকের নামে পলাশবাড়ী থানায় মামলা দায়ের করেন।
তিনি আরো জানান, সাংবাদিক আমিরুলের স্বীকারোক্তি মোতাবেক বাংলানিউজটুয়েন্টিফোর.কম এর প্রতিনিধি মমিনুর রশিদ সাগরের কম্পিউটার ও মোবাইল জব্দ করা হয়।
এদিকে উপাধ্যক্ষ সামিকুল ইসলাম লিপনের বিরদ্ধে ফেসবুকে মিথ্যা বানোয়াট সংবাদ পরিবেশন করায় মঙ্গলবার রংপুর-বগুড়া মহসাড়কের এক প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনের কর্মসূচি পালিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাদশা, রেজানুর রহমান ডিপটি, হাবিবুর রহমান লাভলু, জাহাঙ্গীর আলম, ভোট বাবু, উপজেলা যুবলীগ সভাপতি আজাদুল ইসলাম, ফিরোজ কবির সুমন, আসাদুজ্জামান শেখ ফরিদ, শ্রমিক লীগের সভাপতি আবুল কালাম আজাদ, মাহমুদুর রহমান প্রান্ত, গোলাম সারওয়ার মজনু প্রমুখ।
এ ব্যাপারে উপাধ্যক্ষ সামিকুল ইসলাম লিপন বলেন, আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে জনকল্যাণে ভূমিকা রাখায় একটি স্বার্থান্বেষী মহল তাকে হেয় প্রতিপন্ন করতে এ ধরনের চক্রান্ত করেছেন।
অমিত দাশ/এমএএস/আরআইপি