ভিডিও EN
  1. Home/
  2. গণমাধ্যম

নয়াপল্টনে চিত্র সাংবাদিকের ওপর হামলার ঘটনায় ডিইউজের নিন্দা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১০:৫৫ এএম, ১৮ জানুয়ারি ২০২৩

রাজধানীর নয়াপল্টনে একটি রাজনৈতিক দলের কর্মসূচির সংবাদ সংগ্রহকালে সময় টেলিভিশনের চিত্র সাংবাদিকের ওপর হামলা, ক্যামেরা ভাঙচুর ও মোবাইল ছিনিয়ে নেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) ডিইউজের সভাপতি সোহেল হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক আকতার হোসেন এক বিবৃতিতে ভাঙচুরের ঘটনার উপযুক্ত ক্ষতিপূরণ দাবি করেন।

আরও পড়ুন>>> দুই সাংবাদিকের ওপর হামলা: অবশেষে মামলা নিলো পুলিশ

নেতারা বলেন, সংবাদ সংগ্রহকালে কোনো সংবাদকর্মী বা সাংবাদিকের ওপর হামলা আইনত অপরাধ। কোনো সংবাদ মাধ্যমের ওপর এভাবে হামলা ন্যাক্কারজনক।

এ ধরনের হামলার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে অবিলম্বে গ্রেফতারের আহ্বান জানিয়ে নেতারা বলেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা দানকারীদের বিরুদ্ধে যে কোনো মূল্যে রুখে দাঁড়ানো হবে।

আরও পড়ুন>>> দুই সাংবাদিকের ওপর হামলা: জড়িতদের গ্রেফতারসহ দ্রুত বিচারের দাবি

এর আগে, গত সোমবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে সংবাদ সংগ্রহকালে একটি রাজনৈতিক দলের কর্মীদের হামলায় সময় টেলিভিশনের চিত্র সাংবাদিক মো. মোবারক হোসেন গুরুতর আহত হন। তার হাতে থাকা ড্রোন ক্যামেরা ভাঙচুরসহ অন্য একটি ক্যামেরা মোবাইলফোন ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেওয়া হয়।

এনএইচ/এমআইএইচএস/এমএস