ভিডিও ENG
  1. Home/
  2. গণমাধ্যম

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সাংবাদিক নেতাদের শ্রদ্ধা

প্রকাশিত: ১০:৫৪ এএম, ২৬ মার্চ ২০১৬

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন সাংবাদিক নেতারা।

জাতীয় প্রেসক্লাব, মুক্তিযোদ্ধা সাংবাদিক কমান্ড, স্বাধীনতা সাংবাদিক পরিষদ, মুক্তিযোদ্ধা ও বঙ্গবন্ধু অধ্যয়ন কেন্দ্রের পক্ষ থেকে শনিবার সকাল ১১টায় এ শ্রদ্ধা জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, জাতীয় প্রেসক্লাবের সভাপতি মো. শফিকুর রহমান, সিনিয়র সহ-সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী, যুগ্ম সম্পাদক আশরাফ আলী, নির্বাহী সদস্য হাসান আরেফিনসহ আরো অনেকে।

এএসএস/এসকেডি/এমএস