বিএফইউজে সভাপতি রুহুল আমিন গাজীর অবস্থা সংকটাপন্ন
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি রুহুল আমিন গাজীর অবস্থা সংকটাপন্ন। তিনি বর্তমানে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন।
সোমবার (২৩ সেপ্টেম্বর) রাত ১০টা নাগাদ ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক সভাপতি মুরসালিন নোমানী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গাজী ভাইয়ের অবস্থা খুবই সংকটাপন্ন বর্তমানে আইসিইউতে আছেন। বিদেশে নেওয়ার পরিকল্পনা হয়েছিল কিন্তু প্লেনে ভ্রমণের মতো শারীরিক অবস্থা উনার নেই। সবাই দোয়া করবেন যাতে গাজী ভাই দ্রুত সুস্থ হয়ে আমাদের মধ্যে ফিরে আসেন।
আওয়ামী সরকারের আমলে দীর্ঘ কারাবাসে তৈরি হয় নানা শারীরিক জটিলতা। ব্যাক পেইন, উচ্চ ডায়াবেটিস, লবণ ঘাটতি (ইলেক্ট্রোলাইট) সমস্যাসহ নানা রোগে ভুগছিলেন। জানা গেছে, রুহুল আমিন গাজীকে থাইল্যান্ডে চিকিৎসা নিতে যাওয়ার পরিকল্পনা থাকলেও শারীরিক অবস্থার অবনতি হওয়ায় নেওয়া সম্ভব হয়নি।
এমওএস/এমএএইচ/
সর্বশেষ - গণমাধ্যম
- ১ নির্বাচন গ্রহণযোগ্য না হলে সামনে ‘মহাবিপদ’: এ কে আজাদ
- ২ তারেক রহমান আরও আগে ফিরলে সুবিধাজনক পরিস্থিতি তৈরি হতে পারতো
- ৩ যদি সত্য কথা শুনতে না চান, আপনি ভুল করবেন: মাহফুজ আনাম
- ৪ কার্যকর পদক্ষেপের অভাবে দেশকে অস্থিতিশীল দেখানোর অপচেষ্টা চলছে
- ৫ প্রথম আলো-ডেইলি স্টারে হামলা: অনলাইন এডিটরস অ্যালায়েন্সের নিন্দা