ভিডিও EN
  1. Home/
  2. বিবিধ

যুক্তরাষ্ট্রে ঢালিউড অ্যাওয়ার্ড পেলেন রবিন রাফান

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৮:২৩ এএম, ২৩ জানুয়ারি ২০২৫

সেরা কনটেন্ট ক্রিয়েটর হিসেবে ‘ঢালিউড ফিল্ম ও মিউজিক অ্যাওয়ার্ডস ২০২৫’-এ ভূষিত হলেন বর্তমান সময়ের জনপ্রিয় ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটর রবিন রাফান । বর্তমান সময়ে সামাজিক মাধ্যম এবং ডিজিটাল প্ল্যাটফর্মে তার একাধিক সৃজনশীল ও মনোগ্রাহী কনটেন্ট দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে, যার ফলে তিনি এই সম্মাননা অর্জন করেছেন।

রবিন রাফান তার অভিনব কনটেন্ট, সৃজনশীলতা এবং সামাজিক বার্তা সম্বলিত ভিডিওর মাধ্যমে ডিজিটাল মিডিয়ায় একটি নতুন মাত্রা যোগ করেছেন। তার কাজের মধ্যে বিভিন্ন ধরনের শখ, জীবনযাপন, সমাজ সচেতনতা, এবং সাংস্কৃতিক উপাদান তুলে ধরা হয়েছে, যা তরুণ প্রজন্মের মধ্যে ব্যাপক প্রশংসিত হয়েছে।

‘ঢালিউড ফিল্ম ও মিউজিক অ্যাওয়ার্ডস’ ২০২৫-এর এই সম্মাননা রবিন রাফানকে ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটর হিসেবে তার অসাধারণ অবদান ও কর্মের জন্য দেওয়া হয়েছে। এই পুরস্কার প্রাপ্তি তার জন্য এক নতুন যুগের সূচনা বলে মনে করছেন তার ভক্তরা।

পুরস্কার গ্রহণকালে রবিন রাফান তার ভক্তদের ধন্যবাদ জানিয়ে বলেন, এটি আমার জন্য একটি বিশেষ অর্জন। আমি এই পুরস্কার আমার ভক্ত, বন্ধুবান্ধব ও সমর্থকদের উৎসর্গ করছি। ভবিষ্যতে আরও ভালো কনটেন্ট তৈরি করে দর্শকদের মন জয় করতে চেষ্টা করব।

গত ১৮ জানুয়ারি নিউ ইয়র্কের ফ্লাশিং মিডোস করোনা পার্কের কুইন্স থিয়েটারের মিলনায়তনে বসে ঢালিউড অ্যাওয়ার্ডসের আসর। শো টাইম মিউজিক প্রতিষ্ঠান আয়োজিত ২৪তম আসরে এক এক করে ২৭ জন শোবিজ তারকা ও কলা-কুশলীর নাম ঘোষণা করেন প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী আলমগীর খান আলম।

এছাড়া আরও যারা পুরস্কার পেয়েছেন তারা হচ্ছেন সেরা অভিনেত্রী ওয়েব দীঘি (গাইয়ান), সেরা অভিনেতা ওয়েব ফিল্ম মামনুন ইমন (মায়া), সেরা নাট্য অভিনেত্রী সাফা কবির (বেড নং ৩), সেরা নাট্যাভিনেতা জিয়াউল হক পলাশ (শেষমেশ), সেরা ওটিটি ওয়েব সিরিজ জিয়াউল ফারুক অপূর্ব (গোলাম মামুন), লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড অমিত হাসান, সেরা অ্যাঙ্কর নীল হুরের জাহান, সেরা লোক গায়ক বিন্দু কণা, শ্রেষ্ঠ লালন গায়ক লায়লা, বিশেষ পুরস্কার সংগীত প্রতীক হাসান, বিশেষ পুরস্কার সংগীত সেলিম চৌধুরী, সেরা অভিনেত্রী ২০২৪ থিয়েটার এবং মিডিয়া জেরিন কাশফি রুমা।

এছাড়াও পুরস্কার পেয়েছেন মেগা সিরিয়ালের সেরা অভিনেত্রী লামিমা লাম (ব্যাচেলর পয়েন্ট), সেরা নাট্যাভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া, সেরা গায়ক ইউএসএ শামীম সিদ্দিকী, লিমন চৌধুরী, জারিন মাইশা, বিশেষ পুরস্কার প্রিসিলা (ইউটিউব সুপারস্টার), বছরের সেরা উদ্যোক্তা পুরস্কার শাহ নওয়াজ, নারী উদ্যোক্তা পুরস্কার ড. শাহজাদী পারভিন, অনুভা শাহীন হোসেন, নারী উদ্যোক্তা পুরস্কার মুনমুন হাসিনা বারী, ঢালিউড উদ্যোক্তা পুরস্কার নুরুল আমিন বাবু, নুরুল আজিম ও মো. খলিলুর রহমান। অনুষ্ঠানের ফাঁকে নাচ ও গান অনুষ্ঠিত হয়। এতে সংগীত পরিবেশন করেন পুরস্কারপ্রাপ্ত শিল্পী-কলাকুশলীরা।

ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডস ২০২৫-এ রবিন রাফানের সাফল্য তার ক্রমবর্ধমান ক্যারিয়ারের শুরু মাত্র। বাংলাদেশের পরবর্তী প্রজন্মের কনটেন্ট স্রষ্টাদের শিক্ষিত এবং অনুপ্রাণিত করার পরিকল্পনা নিয়ে, তিনি কনটেন্ট তৈরি এবং ফ্রিল্যান্সিং সম্পর্কিত একটি বই প্রকাশের প্রস্তুতি নিচ্ছেন। বইটি বর্ষাদুপুর পাবলিকেশন্স দ্বারা প্রকাশিত অমর একুশে বইমেলা ২০২৫-এ পাওয়া যাবে। বর্তমানে Rokomari.com, Pbs.com.bd, Boisodai.com এবং Wafilife.com-এর মতো জনপ্রিয় বই বিক্রিত ওয়েবসাইটগুলোতে প্রি-অর্ডার পাওয়া যাচ্ছে।

জেএইচ/এএসএম