এ কে এস খান ফার্মাতে ডেনমার্কের ১২.৫ মিলিয়ন ডলার বিনিয়োগ

এ কে এস খান ফার্মাসিউটিক্যালসে ১২.৫ মিলিয়ন ডলার বিনিয়োগ করেছে ডেনমার্ক সরকার। এই বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশের সর্ববৃহৎ রিটেইল ফার্মেসি চেইন ৮০টি শাখা সম্প্রসারণ এবং ৩০টিরও বেশি নতুন ডায়াগনস্টিক সেন্টার চালু করবে বলে জানানো হয়।
সম্প্রতি রাজধানীর একটি হোটেলে জমকালো আয়োজনে এ কে এস খান ফার্মাসিউটিক্যালসের সঙ্গে ডেনিস ইনভেস্টমেন্ট ফান্ড ফর ডেভেলপিং কান্ট্রিজের (আইএফইউ) মধ্যে এই চুক্তি সই হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে উপস্থিত ছিলেন একেএস হোল্ডিংস এর চেয়ারম্যান এ কে সামসুদ্দিন খান এবং আই এফ ইউ-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) লার্স বো বারট্রামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, এই বিনিয়োগের ফলে এ কে পি এল আগামী পাঁচ বছরের মধ্যে প্রতি বছরে ৮ মিলিয়ন রোগীর কাছে উন্নতমানের স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে পারবে। ফার্মেসি ও ডায়াগোনস্টিক নেটওয়ার্ক সম্প্রসারণ এবং ঝুঁকিপূর্ণ ও বয়স্ক রোগীদের জন্য বাসায় এক্সরে ও আল্ট্রাসাউন্ডের সুবিধা সরবরাহের মতো উদ্ভাবনী সেবা চালুর পরিকল্পনা রয়েছে। ঢাকার বাইরেও কোম্পানির পরিধি বৃদ্ধি হবে যা দেশের সুবিধাবঞ্চিত জনগণের জন্য উন্নতমানের স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে।
আই এফ ইউ-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সি ই ও) লার্স বো বারট্রাম বলেন, স্বাস্থ্যসেবার সহজলভ্যতা একটি দেশের সামাজিক উন্নয়নের মূল ভিত্তি। এ কে পি এল-এর ফার্মেসি-নির্ভর প্রাইমারি কেয়ার মডেল এবং বিস্তৃত ডায়াগনস্টিক সেবা বাংলাদেশের লাখ লাখ মানুষের কাছে পৌঁছে দেবে। আই এফ ইউ এই বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশের একটি স্বাস্থ্যকর ও সমৃদ্ধ ভবিষ্যৎ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ।
পাশাপাশি এটি আর্থিকভাবে লাভজনক একটি উদ্যোগ হিসেবে দীর্ঘমেয়াদে লাভজনক হবে। এই উদ্যোগ ১৯৬৭ সাল থেকে আই এফ ইউ-এর প্রভাবশালী বিনিয়োগের ধারাবাহিকতা বজায় রাখছে যা সবুজ রূপান্তরসহ অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে অবদান রাখবে।
এমআইএইচএস/এএসএম
সর্বশেষ - বিবিধ
- ১ আহমদীয়া মুসলিম জামাতের শততম বার্ষিক সম্মেলন সমাপ্ত
- ২ চাইল্ড হ্যাভেন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
- ৩ বাংলাদেশে আসছে অক্সফোর্ড-একিউএ, নতুন কান্ট্রি ডিরেক্টর নিযুক্ত
- ৪ ঐক্যবদ্ধভাবে কাজ করলে সমৃদ্ধি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ে উঠবে
- ৫ ‘জাতীয় ঐকমত্যের সন্ধানে’ শীর্ষক আঞ্চলিক সংলাপ অনুষ্ঠিত