ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

রাঙ্গামাটিতে মুনিরীয়া যুব তবলীগের ইফতার মাহফিল

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন | প্রকাশিত: ০৩:৩২ পিএম, ০৪ জুন ২০১৯

রাঙ্গামাটিতে বটতলী জামে মসজিদে মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ ১৪৩নং বাঘাইছড়ি মারিশ্যা শাখার আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মহান আল্লাহর প্রতি আনুগত্য ও করুণার মুখাপেক্ষী হওয়ার শিক্ষা দেয় রমজান। তরিক্বতের মাধ্যমে সে শিক্ষায় অগণিত যুবককের হৃদয়ে আল্লাহভীতি জাগিয়েছেন কাগতিয়া দরবারের প্রতিষ্ঠাতা হযরত গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আন্হু। আর এ শিক্ষা অর্জনে দৃঢ় সংকল্পবদ্ধ হওয়ার মাধ্যমে মাহে রমজানের সিয়াম সাধনা থেকে পূর্ণমাত্রায় লাভবান হওয়া যায়।

কাগতিয়া দরবারের প্রতিষ্ঠাতা খলিলুল্লাহ, আওলাদে মোস্তফা, খলিফায়ে রাসূল হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আন্হু স্মরণে এবং মহিয়সী রমণী রুহানী আম্মাজান (রহ.)’র ওফাত বার্ষিকী এবং মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলীর দীর্ঘায়ু কামনায় এ মাহফিল অনুষ্ঠিত হয়।

আলহাজ্ব মাওলানা মুহাম্মদ আমিনুল হক মুনিরী সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি ছিলেন বাঘাইছড়ি পৌরসভা মেয়র মুহাম্মদ জাফর আলী খাঁন।

এতে বিশেষ অতিথি ছিলেন বাঘাইছড়ি উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান মুহাম্মদ আবুল কাইয়ুম, বাংলাদেশ আওয়ামী লীগ বাঘাইছড়ি উপজেলা সিনিয়র সহ-সভাপতি হাজী আব্দুর শুক্কুর মিয়া, সেলিম জাবেদ,অধ্যাপক মুহাম্মদ আলফাজ উদ্দিন, মুহাম্মদ জাবেদুল আলম, হাজী মুহাম্মদ ইউসুফ, কাচালং দাখিল মাদরাসা সুপার মাওলানা মুহাম্মদ ওমর ফারুক, মাওলানা মুহাম্মদ হাবিবুর রহমান, কন্ট্রাকটর হাজী মুহাম্মদ আবুল মাসুম, মাওলানা মুহাম্মদ আব্দুল্লাহ, মাওলানা মুহাম্মদ বশির উদ্দিন আনসারী, মাওলানা মুহাম্মদ আতিকুর রহমান, ডা. মুহাম্মদ রায়হান উদ্দিন, মাওলানা মুহাম্মদ আব্দুর রাজ্জাক, বাঘাইছড়ি থানা এস আই মুহাম্মদ সোলায়মান, বাঘাইছড়ি থানা এস আই মুহাম্মদ মাসুদ, প্রকৌশলী আমিন কাইসার, সাংবাদিক মুহাম্মদ আব্দুল মাবুদ, সাংবাদিক হাজী মুহাম্মদ মহিউদ্দিন, সাংবাদিক মুহাম্মদ আনোয়ার হোসেন, সাংবাদিক মুহাম্মদ আবু নাছের, মুহাম্মদ আব্দুল সবুর, হাফেজ মুহাম্মদ আতাউর রহমান, মুহাম্মদ কিতাব আলী মাস্টার, মুহাম্মদ শফিকুল ইসলাম রিপন মাস্টার, মুহাম্মদ মাহামুদুর রহমান মাস্টার, মুহাম্মদ মোস্তফা কামাল।

ইফতারের পূর্বে মিলাদ ও কিয়াম শেষে বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি এবং গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আন্হুর ফুয়ুজাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

জেএইচ/জেআইএম

আরও পড়ুন