নবাবগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত
ঢাকার দোহার নবাবগঞ্জের বেড়িবাঁধ এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় পরান শাঁখারী (৮০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। তিনি উপজেলার কল্যাণশ্রী গ্রামের বাসিন্দা ছিলেন।
শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুপুর ১২টার দিকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন
নিহত পরান শাঁখারীর ছেলে কৃষ্ণ পদ্ম শাঁখারী বলেন, আজ সকালে বাবা স্থানীয় বাজারে যাচ্ছিলেন। এসময় নবাবগঞ্জের বেড়িবাঁধ এলাকায় পৌঁছালে দ্রুতগামী এক মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।
কাজী আল-আমিন/কেএসআর/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ ঢাকার সড়কে শৃঙ্খলা ফেরাতে ই-টিকিটিং পদ্ধতির উদ্যোগ মালিক সমিতির
- ২ লভ্যাংশ দেওয়ার নামে দুই কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেফতার
- ৩ আইনশৃঙ্খলা রক্ষাকারী সেলের তালিকা চেয়েছে ইসি, পরিপত্র জারি
- ৪ ভবিষ্যতের বাংলাদেশ কেমন হবে তা নির্ধারণেই গণভোট: আলী রীয়াজ
- ৫ টেলিফোন আলাপের পর এবার জেদ্দায় বৈঠকে তৌহিদ হোসেন-ইসহাক দার